নিজস্ব প্রতিবেদক।।পীরানে পীর দস্তগীর গাউসুল আজম সাইয়্যিদ বড় পীর আব্দুল কাদের জিলানী (রঃ) স্বরনে ও মরহুম আবদুর রশিদ নুরী আল কাদেরী সাহেবের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইসালে সওয়াব ও ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পীরে তরিকত হযরত শেখ সেলিম নুরী আল কাদেরি পীর সাহেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্য দেন চৌদ্দশত ইউনিয়ন পরিষদ কিশোরগঞ্জ চেয়ারম্যান মোঃআতাহার আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন মোঃশাহাবউদ্দিন খান,সুফি সাধক জাহাঙ্গীর শাহ, হযরত শাহসুফি মুনির শাহ চিশতি প্রমুখ।