নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের বরিশাল মহানগর এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এলবার্ট রিপন বল্লভ কে আহবায়ক ও কানু সাহাকে সদস্যসচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।গত ৫ ফেব্রুয়ারী সংগঠনটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এস এন তরুন দে উক্ত কমিটি অনুমোদন করেন।ঘোষিত কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন বিজয় ভক্ত, অল্যোক বসু,অশোক কুমার ঠাকুর,গিলবার্ট চৌধুরী অশোক,চঞ্চল দাস কালু।কমিটির অনান্য সদস্যরা হলেন,
সুভাশিস সেন,রাজিব দাস দেবা,অমিত বসু,মিঠু বাড়ই,শৈলেনঘরামী,লিটু দে,মিলন চ্যাটার্জী,মুরাদ ভক্ত,জয়ন্ত লাল রাউ,অপূর্ব ভক্ত,পলাশ দেবনাথ কালু,ডমনিক ডন মিস্ত্রি,সুব্রত খাসকেল,সুজন রায়,রাজিব ঘোষ,সুভাসদাস,বিপ্লববাড়ই,কান্তিসরকার,বিশ্বজিৎহালদার,সুমনপাথর,শুভগুহ,প্রসনজিৎ দাস,সঞ্জয় চন্দ্র রায়,নিলিমা মিত্র,বৃষ্টি কুণ্ডু,বিপ্লবসরকার ও সুশেন বিশ্বাস।