শিরোনাম
ময়মনসিংহে তর্কের ঘটনায় ব্যবসায়ী আনোয়ারকে রক্তাক্ত জখম করে দোকানে তালা! নওগাঁয় নতুন বছরের প্রথম দিনে সাংবাদিকদের বৃক্ষরোপন নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনালে যানজট নিরসনে সরেজমিনে পুলিশ সুপার সেনাবাহিনীর যৌথ অভিযানে মাগুরা সদর উপজেলার তাঁতীপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার আবেগঘন বিদায় : কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলামের কর্মজীবনের সমাপ্তি ঘন কুয়াশায় ঠাকুরগাঁওয়ে বাস-লরির সংঘর্ষ, আহত ৭ পাবনার ভাঙ্গুড়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত পাবনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি সহ আটক ৪ জন রাণীশংকৈলে এলজিইডির রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী, কাজ বন্ধ করে দিল এলাকাবাসী পদত্যাগের পরদিনই সায়েদুর রহমানকে একই পদে নিয়োগ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের বরিশাল মহানগর এর আহবায়ক কমিটি গঠন।

Mehraz Rabbi

 

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের বরিশাল মহানগর এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এলবার্ট রিপন বল্লভ কে আহবায়ক ও কানু সাহাকে সদস্যসচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।গত ৫ ফেব্রুয়ারী সংগঠনটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এস এন তরুন দে উক্ত কমিটি অনুমোদন করেন।ঘোষিত কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন বিজয় ভক্ত, অল্যোক বসু,অশোক কুমার ঠাকুর,গিলবার্ট চৌধুরী অশোক,চঞ্চল দাস কালু।কমিটির অনান্য সদস্যরা হলেন,

সুভাশিস সেন,রাজিব দাস দেবা,অমিত বসু,মিঠু বাড়ই,শৈলেনঘরামী,লিটু দে,মিলন চ্যাটার্জী,মুরাদ ভক্ত,জয়ন্ত লাল রাউ,অপূর্ব ভক্ত,পলাশ দেবনাথ কালু,ডমনিক ডন মিস্ত্রি,সুব্রত খাসকেল,সুজন রায়,রাজিব ঘোষ,সুভাসদাস,বিপ্লববাড়ই,কান্তিসরকার,বিশ্বজিৎহালদার,সুমনপাথর,শুভগুহ,প্রসনজিৎ দাস,সঞ্জয় চন্দ্র রায়,নিলিমা মিত্র,বৃষ্টি কুণ্ডু,বিপ্লবসরকার ও সুশেন বিশ্বাস।

Leave a Reply