শিরোনাম
লালমনিরহাট হাতিবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ কুমিল্লায় সাংবাদিক মওদুদ”কে হামলা ও হয়রানীর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা “একজন ফেলানী খাতুন ও একটি মানচিত্র” বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তে রাষ্ট্রীয় সহিংসতার দীর্ঘ ছায়া আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাকির গ্রেপ্তার নওগাঁয় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর আজ বিচারের অপেক্ষায় পিতা-মাতা এএসপির বিরুদ্ধে ‘মারধরের’ অভিযোগ: নেপথ্যে বাসে টিকিট জালিয়াতি ও যাত্রী হয়রানি নওগাঁয় বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল এনসিপিকে ১০ আসন ছাড়ার প্রসঙ্গে এবার মুখ খুললো জামায়াতে ইসলামী

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের বরিশাল মহানগর এর আহবায়ক কমিটি গঠন।

Mehraz Rabbi

 

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের বরিশাল মহানগর এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এলবার্ট রিপন বল্লভ কে আহবায়ক ও কানু সাহাকে সদস্যসচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।গত ৫ ফেব্রুয়ারী সংগঠনটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এস এন তরুন দে উক্ত কমিটি অনুমোদন করেন।ঘোষিত কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন বিজয় ভক্ত, অল্যোক বসু,অশোক কুমার ঠাকুর,গিলবার্ট চৌধুরী অশোক,চঞ্চল দাস কালু।কমিটির অনান্য সদস্যরা হলেন,

সুভাশিস সেন,রাজিব দাস দেবা,অমিত বসু,মিঠু বাড়ই,শৈলেনঘরামী,লিটু দে,মিলন চ্যাটার্জী,মুরাদ ভক্ত,জয়ন্ত লাল রাউ,অপূর্ব ভক্ত,পলাশ দেবনাথ কালু,ডমনিক ডন মিস্ত্রি,সুব্রত খাসকেল,সুজন রায়,রাজিব ঘোষ,সুভাসদাস,বিপ্লববাড়ই,কান্তিসরকার,বিশ্বজিৎহালদার,সুমনপাথর,শুভগুহ,প্রসনজিৎ দাস,সঞ্জয় চন্দ্র রায়,নিলিমা মিত্র,বৃষ্টি কুণ্ডু,বিপ্লবসরকার ও সুশেন বিশ্বাস।

Leave a Reply