শিরোনাম
এক হাদির রক্তের ওপর লাখো হাদি দাঁড়িয়ে যাবে: হেফাজতে ইসলাম সবাই হাদি হতে পারে না, আমি চেষ্টা করেও পারিনি: মাহমুদুর রহমান রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ হাদিকে গুলি: ফেনী সীমান্তে বিজিবির তল্লাশি ও টহল জোরদার আমার নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব দানে ইউ এন ( UN) ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ জন বাংলাদেশি সেনা নিহত, জানায় আই এস পি আর শহর থেকে গ্রামের বাড়ি গেলেন বেড়াতে, রাতে গলা কেটে হত্যা বাবা মির্জা ফখরুলের জন্য ভোটের মাঠে উঠান বৈঠকে ফখরুল কণ্যা মির্জা সাফারুহ তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম নতুন গতি পাবে : আমীর খসরু

গ্লোবাল বিজনেস এন্ড সি এস আর এওয়ার্ড পেলেন, শিল্পী রাজ্জাক প্রধান

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন ও গ্লোবাল মিডিয়া ফোরাম অফ বাংলাদেশ এর উদ্যোগে ৩০ মে ২০২৫ শুক্রবার বিকেল পাঁচটায় হোটেল প্যানফিসিফিক সোনারগাঁও’ র পদ্মা হলে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আমাদের করণীয় শীর্ষক আলোচনা, কব প্রেজেন্টস্ গ্লোবাল বিজনেস্ অ্যান্ড সিএসআর এওয়ার্ড -২০২৫ প্রদান ও সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাংলাদেশের চিত্রকলায় বিশেষ অবদানের জন্য শিল্পী রাজ্জাক প্রধানকে গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন আব্দুল হাই সরকার, চেয়ারম্যান,বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্ (বি এবি)। প্রধান আলোচকের আসন অলংকৃত করেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ডঃ মো, আবু তারিক, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ড. অধ্যাপক সুকোমল বড়ুয়া, স্বাগত বক্তব্য প্রদান করেন সালাম মাহমুদ, মহাসচিব, এজাহিকাফ।উদ্বোধক হিসেবে থাকেন মোঃ গোলাম ফারুক মজনু, চেয়ারম্যান, কমিউনিকেশন অব বাংলাদেশ (কব)। সভাপতিত্ব করেন কবি রাজু আলীম,চেয়ারম্যান, গ্লোবাল মিডিয়া ফোরাম অফ বাংলাদেশ (জিএম এফবি)।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

শিল্পী রাজ্জাক প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ড্রয়িং এবং পেইন্টিং বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন। তিনি আরব আমিরাতের শেখ হামদান প্যালেস সহ দেশ এবং দেশের বাইরে প্রচুর শিল্পকর্ম রচনা করেন। তার ফরেস্ট পেইন্টিং ছবিটিকে বাংলাদেশের সবচেয়ে বড় চিত্রশিল্প হিসেবে ধরা যায়। ছবিটির আয়তন ২২৫০ স্কয়ার ফিট। এছাড়াও তার Universe dream , Shadowed destiny, দারিদ্র্যের অনুরণ, harvested dream উল্লেখযোগ্য শিল্পকর্ম।

এছাড়াও আজীবন স্মারক সম্মাননা পেলেন প্রবীণ অভিনেত্রী আনোয়ারা, কণ্ঠশিল্পী ফেরদৌসী আরা,খালেদা জিয়ার ব্যাক্তিগত ক্যামেরাম্যান আলহাজ্ব নূরউদ্দিন নুরু,ডাঃ ফারজানা মাকসুদ রুনাসহ ২০জন।

Leave a Reply