শিরোনাম
রংপুর মহানগর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি দীপশিখার হিয়ারিং স্ক্রিনিং ক্যাম্পে শ্রবন প্রতিবন্ধী শিশুদের ফিরছে শ্রবন ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত রংপুর জেলা গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহে অবৈধ গ্যাস সংযোগে চুনের কারখানা পরিচালনা করায় আটক -১৫ টিকাদান শতভাগ সফলতার জন্য সাংবাদিকদের প্রচার খুবই গুরুত্বপূর্ণ -ড.মোহাম্মদ আলতাফ-উল-আলম রাণীশংকৈলে শ্মশান দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবিতে মানববন্ধন ফার্মগেটে মেট্রোরেলের স্প্রিং ছিটকে পড়ায় পথচারীর মৃ/ত্যু, চলাচল বন্ধ রংপুরে চিড়িয়াখানার ভেতরের শিশুপার্কে ট্রেনের নিচে পড়ে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে রংপুরে প্রক্সি পরীক্ষা দিতে এসে ব্যাংক কর্মকর্তার ১ মাসের জেল

ডাকাতির উদ্দেশ্যে সাংবাদিকের বাসায় হামলা ও নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট গুরুতর যখম হয়ে শেরে-ই বাংলা মেডিকেল কলেজে ভর্তি দুই।।

Mehraz Rabbi

বরিশাল প্রতিনিধি।।গতকাল ১০ জুন মঙ্গলবার  দুপুর আনুমানিক তিন ঘটিকার সময় যখন আমানতগঞ্জ কাজীর গোরস্থান এলাকা শুনশান হয়ে যায় মানুষ দুপুরের খাবার খেয়ে ঘমিয়ে পরে তখনি ঘটে এই ঘটনা।বেলা আনুমানিক তিনটায় জাহিদ এসে মেইন ঘেটে নক করলে সাংবাদিক মেহেদী হাসান খোকার বাবা ফরিদ উদ্দিন আহম্মেদ মেইন ঘেট খুলে দেয়ে। ঘেট খোলার সাথে সাথে জাহিদ ও জাহিদের ছোট ভাই পিন্টু সহ-বেশ কয় একজন অজ্ঞাতনামা ভিতরে প্রবেশ করে-ই সময় ফরিদ উদ্দিন কে দেশী অস্রের মাধ্যমে জিম্মি করে জাহিদের দল বল। অস্র ঠেকিয়ে মেইন ঘেটের কাছে গেল মেহেদী হাসান খোকার মা মোসাম্মৎ ফিরোজা বেগমের ঘুম ভেঙ্গে যায়। সে ঘরের মেই দরজার কাছে আসলে তাকেও অস্রের মুখে জিম্মি করে। জাহিদ পিন্টু ঘরে প্রবেশ করে এবং দুই জন মেইন গেট ও অপর দুই বিল্ডং এর ঘেটে পাহারা দেয়। জাহিদ আর পিন্টু ঘরে ঢুকে আলমারির চাবি দিতে বলে তখন মেহেদীর মা”চাবি দিতে অশিকার করলে তাকে এলপাথারি পিটানো সুরু করে জাহিদ ও পিন্টু। তিনি প্রান ভয়ে জাহিদের হাতে চাবি দিলে জাহিদ আলমারি খুলে নগদ ৪০ হাজার টাকা ও স্বর্ণের দের ভরি ওজনের চেইন ও একটি আন্টি বের করে নিজের পকেটে ভারে নেয়। জাহার বাজার মুল্য আনুমানিক ১ লক্ষ নব্বই হাজার টাকার মত। এই সময় টাকার পরিমান আলমারিতে কম থাকায় তারা বেড রুমে ও গিয়ে আর টাকা স্বর্ণালংকার খুজতে থাকেন বেড রুমে টাকা ও স্বর্ণ না পেয়ে আবারো মেহেদীর মা ও বাবাকে মারতে থাকে এক পর্যায়ে মার সয্য করতে না পেরে তাহারা আত্মচিৎকার শুরু করেন। একে-ই বিল্ডিং এর পাশের ফ্লাটে থাকা মেহেদী হাসানের মেজ ভাই ইঞ্জিনিয়ার ওয়ালিদ তাহার রুমে ঘুমিয়ে ছিলেন অতপর ডাক চিৎকার টের পেয়ে তিনি এসে দেখেন জাহিদ ও পিন্টু দেশী ও অস্র দিয়ে বাবা মা”কে মারধর করতেছে তখন ওয়ালিদ তাদের কে ধরতে গেলে হত্যার উদ্দিশ্যে ওয়ালিদের মাথায় স্ব-যোরে আঘাত করিলে সে ফ্লোরে লুটিয়ে পরে এবং মাথা থেকে প্রচুর রক্ত ঝরতে থাকে এমতঅবস্থায় বেগতিক দেখে ডাকাত জাহিদ ও পিন্টু সহ আরো ৪/৫ জন আজ্ঞাত নামা দেয়াল টপকে সটকে পরে।এই ডাকাত দলের হামলায় ফরিদ উদ্দিন একটু কম জখম হলে ও তিন তার ছেলে ওয়ালিদ ও স্ত্রীকে মাথায় এবং হাতে গুরুতর জখম নিয়ে শে-রেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কারেন। ঘনটার একটু পরে ৯৯৯ ফোন দিয়ে কাউনিয়া থানার সহযোগীতা চাইলে সাথে সাথে কাউনিয়া থানার ডিউটি অফিসার ছুটে যান এবং ঘটনা স্থল পরিদর্শন করেন। ডিউটি অফিসার বলেন ঘটনা পরিদর্শন করেছি তদন্ত সাপেক্ষে সকলকে প্রচলিত আইনের আওতায় আনা হবে। পরে সাংবাদিক মেহেদী হাসান কাউনিয়া থানায় গিয়ে একটি এজার দাখিল করেন। ওসি সাহেব বলেন তদন্ত করে সত্যতা পেলে মামলা নেওয়া হবে।

Leave a Reply