নিজস্ব প্রতিবেদক।। আক্রোশ মুলক মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় বরিশাল যুগান্তুর সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গত ৩ জুলাই ২০২৫ অতিরিক্ত চীপ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিএনপি নেত্রী সাবেক এমপি বিলকিছ জাহান শিরিন মামলাটি দায়ের করেন।বিচারক দীর্ঘ শুনানী শেষে বানোয়াট সংবাদটির প্রাথমিক সত্যতার প্রমান পেয়ে অভিযুক্তু সাংবাদিক আকতার ফারুক শাহিনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
ওয়ারিশ সুত্রে প্রাপ্ত বরিশাল ব্রাউন্ড কম্পাউন্ড এলাকায় একটি অর্ধ ভরাট থাকা মজা পুকুরের মালিক ২৫ জন। বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড্যাভোকেট বিলকিছ জাহান শিরিন ওয়ারিশ সুত্রে আধা শতাংশেরও কম জমির মালিক। শিরিনের অনুপুস্থিতিতে অন্যান্য ওয়ারিশগন পুকুরটি ভরাটের উদ্দ্যোগ নিলে সাংবাদিক ১১/৮/২০২৪ তারিখ যুগান্তরে সংবাদ প্রকাশ করেন। আধা শতাংশের কম জমির দাম ১০ কোটি টাকা উল্লেখ করে বিএনপি শিরিন এর বিরুদ্ধে জমি দখলের কথা উল্লেখ করেন আকতার ফারুক শাহিন।
জানা গেছে সিভিল সার্জন অফিসের পিয়ন বজলুর রশিদ এর ছেলে আকতার ফারক শাহিন। একাধিক নারী কেলেংকারী ও পতিতা ব্যাবসার টাকার ভাগবাটোয়ারা নিয়ে নগরীতে শাহিনের সাথে নারীর অশালীন কাজের পোষ্টার দেয়ালে দেয়ালে লাগানো হয়েছিলো। বরিশালের কোথাও জমি ক্রয় বা কোনো ঝামেলা যুক্ত জমির জন্য শাহিনকে মোটা অংকের টাকা দিয়া অগ্রিম ম্যানেজ করতে হয়। তা না হলে সত্য মিথ্যা সিন্ডিকেট নিউজ করেন। প্রশাসনকে প্রভাবিত করার চেস্টা করেন। এভাবে করে একজন পিয়নের ছেলে হয়েও পাজারো গাড়ি মালিক। বরিশালে শাহিন টাওয়ার নামে ১০ তলা বাড়ি। ঢাকায় ফ্লাট, কুয়াকাটায় হোটেল জমি ক্রয় সহ বহু সম্পদের মালিক এই আকতার ফারুক শাহিন। গত ১৭ বছর আলীগের আমলে ভাইকে বিসিসিতে চাকরি ও নিজে ব্যাপক সুবিধা নিয়ে শতকোটি টাকার মালিক হয়েছেন তিনি।
যুগান্তুর সাংবাদিক হওয়ায় কেউ কিছু বললে বা লিখলে তাদের উপর খড়গ চাপতো শাহিন বাহিনী।
অর্থনৈতিক স্বার্থ হাসিল না হওয়ায় শিরিনের বিরুদ্ধেও মিথ্যা গল্প লিখেন তিনি।এ ঘটনায় মামলা করা হয়েছে ।