শিরোনাম
এক হাদির রক্তের ওপর লাখো হাদি দাঁড়িয়ে যাবে: হেফাজতে ইসলাম সবাই হাদি হতে পারে না, আমি চেষ্টা করেও পারিনি: মাহমুদুর রহমান রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ হাদিকে গুলি: ফেনী সীমান্তে বিজিবির তল্লাশি ও টহল জোরদার আমার নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব দানে ইউ এন ( UN) ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ জন বাংলাদেশি সেনা নিহত, জানায় আই এস পি আর শহর থেকে গ্রামের বাড়ি গেলেন বেড়াতে, রাতে গলা কেটে হত্যা বাবা মির্জা ফখরুলের জন্য ভোটের মাঠে উঠান বৈঠকে ফখরুল কণ্যা মির্জা সাফারুহ তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম নতুন গতি পাবে : আমীর খসরু

কুমিল্লায় বিওয়াইসিএফ সেল্ফ ডিফেন্স অনুষ্ঠিত

Chif Editor

মোঃ ইয়াছিন মিয়া:- কুমিল্লায় বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম(বিওয়াইসিএফ) কুমিল্লা জেলা কর্তৃক বিওয়াইসিএফ সেল্ফ ডিফেন্স অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫শে জুলাই) বিকেলে নগরীর জিমনেসিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিরুল পাশা সিদ্দিক রাকিব।

বিওয়াইসিএফ কুমিল্লা জেলার সভাপতি আ ন ম মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য খালেদা নাসরিন কনা, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাশুক মেহেদী, জেলা সভাপতি আ.ন.ম মনজুরুল ইসলাম ভুইয়াসহ অন্যান্যরা।

এসময় কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সহযোগিতায় উক্ত প্রোগ্রামে কুমিল্লা জেলার লালমাই, দেবিদ্বার, ক্যান্টনমেন্ট ও আদর্শ সদর ইউনিটের ১৫০জন অংশগ্রহণ করেন।

দেশের যেকোন প্রয়োজনে তারা তাদের সর্বোচ্চ দিয়ে সবসময় দেশের তরে কাজ করবেন এক ভিডিও বার্তায় ক্যাডেটদের উদ্দেশ্যে এ কথা বলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মজিবুল হক।

এছাড়াও জেলা কারাতে এসোসিয়েশনের সেক্রেটারি জনাব গাজী মো গোলাম মামুন হুদা বলেন, ক্যাডেটদের আরো বেশী বেশী এ ধরনের পোগ্রাম আয়োজন করতে হবে।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে ইউথ ক্যাডেট ফোরাম এর সেক্রেটারি ও BYCF karate-do এর প্রেসিডেন্ট মাশুক মেহেদীকে ব্ল্যাকবেল্ট প্রদান করা হয়।

Leave a Reply