নিজস্ব প্রতিবেদক:- শুক্রবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার নানুপুর ইউনিয়নের একটি খামারে প্রাণীটিকে আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘটিকে উদ্ধার করে হেফাজতে নেয়।
স্থানীয় খামারের মালিক জানান, কয়েকদিন ধরে রাতে মুরগি কমে যাচ্ছিল। ভোরে শব্দ শুনে লোকজন গিয়ে দেখতে পান একটি মেছোবাঘ খামারে প্রবেশ করেছে। পরে সেটিকে আটক করা হয়। অনেকে চেয়েছে এটি মেরে ফেলতে। কিন্তু প্রাণীটি মারতে দিইনি। প্রশাসন এসে প্রাণীটি নিয়ে গেছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, গ্রামবাসীর হাতে আটক মেছোবাঘটিকে নিরাপদে হেফাজতে নেয়া হয়েছে। শিগগিরই এটি চট্টগ্রাম চিড়িয়াখানায় চিকিৎসা ও পরবর্তী পুনর্বাসনের হস্তান্তর করা হবে।
মেছোবাঘ (Fishing Cat) দেশের এক বিরল বন্যপ্রাণী। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (IUCN) তালিকায় এ প্রাণীকে ‘অতিবিপন্ন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বনভূমি ধ্বংস, জলাশয় ভরাট ও প্রাকৃতিক খাদ্যের