শিরোনাম
রংপুরে তিন সাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন এক হাদির রক্তের ওপর লাখো হাদি দাঁড়িয়ে যাবে: হেফাজতে ইসলাম সবাই হাদি হতে পারে না, আমি চেষ্টা করেও পারিনি: মাহমুদুর রহমান রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ হাদিকে গুলি: ফেনী সীমান্তে বিজিবির তল্লাশি ও টহল জোরদার আমার নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব দানে ইউ এন ( UN) ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ জন বাংলাদেশি সেনা নিহত, জানায় আই এস পি আর শহর থেকে গ্রামের বাড়ি গেলেন বেড়াতে, রাতে গলা কেটে হত্যা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা

Chif Editor

নিজস্ব প্রতিবেদক:- কুমিল্লা নগরীর ডুমুরিয়া চাঁনপুরে লেক ভিউ পার্কের উল্টো পাশে প্রায় ২০ কোটি টাকার সরকারি খাসের জমি দখল করে ভবন নির্মাণের কাজ চলছে শিরোনামে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক উক্ত কাজ বন্ধ করে দিয়ে কয়েকজনের বিরুদ্ধে মামলাও দায়ের করেন ও সরকারি জমি উদ্ধারের কার্যক্রম চালানোর কথা থাকলেও দীর্ঘদিন পার হলেও আর সেইদিক নজর নেই বললেই চলে কুমিল্লা প্রশাসনের। ইতি মধ্যে গত বুধবার ২৭ আগস্ট রাত থেকে আবারও পাশের নাল-এর জমি ভরাটের কাজ চালাচ্ছেন ভূমি দস্যুরা আইন ও প্রশাসনকে বৃদ্ধা আংঙুল দেখিয়ে।

অনুসন্ধানে জানা যায় জাগাটি সড়কের ৪৫ দাগের রাস্তা ৪৫ ফুট থাকার কথা ও পানি উন্নয়ন বোর্ডের ৪৩ দাগের ৪৩ ফুট রাস্তা জায়গা। কিন্তু রাস্তা মাত্র ২০ ফুট থাকায় বাকি রাস্তা যার যার মতন করে দখল করে বাড়ি মার্কেট সহ বিভিন্ন স্থাপনা তৈরি করেই যাচ্ছেন, সরকারি জমি নন যেন বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তি। লেক ভিউর উল্টো পাশের জমিটি ছিল নাল এর জায়গাটি জাল জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি করে মালিকানা দাবি করছেন আওয়ামী দোসর ভূমি-দস্যুরা। তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক মামলা দিলেও তারা আইন ও  প্রশাসনকে বৃদ্ধা আংঙুলি দেখিয়ে তারা তাদের কাজ করেই যাচ্ছেন। এত বছর কেউ দখল করতে পারেনি কারণ দায়িত্বরত সরকারি কর্মকর্তারা সোচ্চার ছিলেন বলে। স্থানীয় এলাকাবাসীরা জানান ভূমি দস্যুরা নাকি প্রশাসনকে মেনেজ করেই কাজ করছেন!

জানা যায় ভূমিদস্যুরা আওয়ামী দোসর কুমিল্লার সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের দলীয় লোক ছিলেন জুলাই আগস্টের হত্যা কাণ্ডের সাথে জড়িত থাকলেও জামাত, বিএনপি ও এনসিপির কিছু নেতারা আর্থিক ভাবে লাভবান হয়ে নিজেদের পরিবারের লোক বলে দাবি করে  তাদেরকে মামলা থেকে বাঁচিয়েনেন। তবে বর্তমানে কিছু কথিত বিএনপির নেতাদেরকে নিয়ে আওয়ামী দোসরেরা এজমিটি দখলের পাঁয়তারা করছেন বলে স্থানীয়দের অভিযোগ।

সরজমিনে অনুসন্ধানে জানা যায় যে আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের সমর্থক-কারী রাজা মিয়ার পত্র আব্দুল সালাম, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গির আলম সহ কতিপয় স্থানীয় বিএনপি”রার নেতারা মিলে উক্ত জায়গাটি দখল করে ভরাট করে এখন হাউজিং সোসাইটি নির্মাণ”র কাজ আবারও শুরু করেছেন।

Leave a Reply