মাহাবুবুল আলম, সিনিয়র রিপোর্টার:- কুমিল্লার বিজ্ঞ জননিরাপত্তা ট্রাইবুনাল আদালতের জেলা ও দায়রা জজ মুহাম্মদ সাইফুর রহমান অদ্য ৩১ শে অক্টোবর ২০২৫ ইং একজকে যাবজ্জীবন কারাদন্ড সহ ১৫ হাজার টাকা জরিমানা দায়ের করেন এবং অনাদায়ে তিনমাস সশ্রম কারা দন্ড প্রদানের আদেশ দেন।
মামলার এজহারে বর্ণিত বিগত ২০১৯ সালের ৫ নভেম্বর কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার হাতী গাড়ার কন্ট্রাক্টর বাড়ির মৃত বসত আলীর পুত্র ফরিদ উদ্দিন (৬০) এর বাড়িতে ভোর বেলায় পূর্বের জমিজমা নিয়ে বিরোধের জেরে তার স্ত্রী শানু বেগমকে একই গ্রামের মৃত আ:রহমানের পুত্র মো: দেলোয়ার হোসেন(৩৬) বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করে।