ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম:
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR) চট্টগ্রাম শাখার কর্মচারী কল্যাণ পরিষদ (ইউনিয়ন) ২০২৫ সালের নির্বাচন বুধবার (৩ সেপ্টেম্বর) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এবারের নির্বাচনে তাসলিমা-হাসিবুল পরিষদ পূর্ণ প্যানেলে ছাতা মার্কায় বিপুল ভোটে জয়লাভ করে।
নির্বাচনে কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে প্যানেলটি প্রমাণ করেছে, নতুন নেতৃত্বের উপর কর্মীদের আস্থা ও বিশ্বাস দৃঢ়। নির্বাচিত প্রতিনিধিরা এর আগে থেকেই বিভিন্ন সেবামূলক এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।
নবনির্বাচিত প্যানেলের নেতৃবৃন্দের মধ্যে সভাপতি পদে তাসলিমা আক্তার, সহ-সভাপতি পদে আব্দুল খালেক, সাধারণ সম্পাদক পদে হাসিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সাজ্জাদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে সুমাইয়া আহমেদ আশা, দপ্তর সম্পাদক পদে আহমেদ নুর রনি, কোষাধ্যক্ষ পদে শফিউল আলম, সদস্য পদে আছাদুর রহমান (জুয়েল) এবং বুলবুল বিন সহিদ নির্বাচিত হয়েছেন।
বিজয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি তাসলিমা আক্তার বলেন, "এই বিজয় শুধু আমাদের নয়, এটি সকল সহকর্মীর সম্মিলিত বিজয়। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, কর্মচারীদের অধিকার, সুযোগ-সুবিধা ও কল্যাণকর জন্য কাজ করব এবং আমরা তাতে অটল থাকব।"
সাধারণ সম্পাদক হাসিবুল আলম বলেন, "এই জয় আমাদের দায়িত্ব অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা আগামীতে কর্মচারীদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাব ইনশাল্লাহ।"
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.