সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে।
বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
আলোচনা সভায় তিনি বলেন, “তারেক রহমান শুধু বিএনপি নয়, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সাহস ও অনুপ্রেরণার উৎস হয়ে আছেন।”
তিনি আরও বলেন, বর্তমান দুঃশাসন ও গণতন্ত্রবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।
এ সময় জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।