কুমিল্লা জেলা প্রতিনিধি:- কুমিল্লা জেলা, বুড়িচং উপজেলার নিমসার ফল বাজারে দোকান ভাড়া নিয়ে মালিকের উপরে হামলা করে পাল্টা থানায় কাল্পনিক অভিযোগ করার অভিযোগ উঠেছে এক মাদক ব্যবসায়ী জোছনার আক্তার (ভানু) বিরুদ্ধে। মাদক কারবারি জোসনা আক্তার (ভানু) থানার অভিযোগে উল্লেখ করেন দোকান মালিক মৃতঃ মামুনুর রশিদ এর কাছ থেকে জোছনা বন্ধক ভাবত ৮০ হাজার টাকা দিয়ে নিয়েছেন তবে মাসিক দুই হাজার টাকা করে ভাড়া দেবেন। প্রশ্ন উঠে যে বন্ধ যদি হয় মাসিক দুই হাজার টাকা ভাড়া দেওয়ার কথা আসে কেন? বাংলাদেশে ও বাংলা ভাষায় বন্ধক শব্দ বলতে বোঝায় যে কারো মালামাল কোন কিছুর বিনিময় নিলে বিনিময় ফেরত না দেওয়া পর্যন্ত ভোগ করবেন আর ফেরত দিয়ে দিলে প্রকৃত মালিকের মালামাল মালিককে বুঝিয়ে দিতে হয়।
দোকান মালিক মামুনুর রশীদ এর স্ত্রী মোসাম্মদ মৌসুমি সুলতানা জানায় সম্প্রতি দোকান মালিক মামুনুর রশীদ ২০১৯ সালে মৃত্যুবরণ করেন। মামুন এর পরিবার উক্ত দোকানটি অ্যাডভান্স টাকা ৮০ হাজার টাকা ফেরত দিয়ে দিবেন দোকানটি ছেড়ে দেওয়ার জন্য বললে মাদক ব্যবসায়ী জোছনা আক্তার (ভানু) নানান ভাবে তালবাহানা ও সন্ত্রাসীদের দিয়ে বিভিন্ন সময় হুমকিদমকি দিয়ে যাচ্ছেন। গত ৩১ আগস্ট ২০২৫ইং তারিখ সকাল বেলায় দোকান মালিক মৃত: মামুনুর রাশিদ এর বড় ভাই মোঃ মমিনুল হক দখলকৃত জোছনা আক্তারকে দোকানের অ্যাডভান্স ৮০ হাজার টাকা ফেরত নিয়ে দেবেন দোকান ছেড়ে দিতে বলাতে মাদক ব্যবসায়ী জোছনা আক্তারসহ তার কয়েকজন গুন্ডা বাহিনী এসে হামলা চালিয়ে মমিনুল হক গং-দের বিরুদ্ধে পাল্টা থানায় অভিযোগ দায়ের করেন। উক্ত বিষয় সত্যতা জানতে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানায় জোছনাকে দীর্ঘদিন যাবত এই দোকান ছেড়ে দেওয়ার কথা বলা হলেও জোছনা আক্তার গায়ের জোড়ে ভোগদখল করছেন। জোছনা আক্তার বুড়িচং থানার নিমসার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও অভিযোগ রয়েছে। উক্ত বিষয় স্থানীয় পুলিশ বাহিনী সাথে কথা বললে জোছনা আক্তার চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে বলেও জানা যায়।
উক্ত বিষয় অভিযোগ এর তদন্ত কর্মকর্তার এসআই আশ্রফ এর সাথে কথা বললে আশ্রাফ জানান যে জোছনা আক্তার (ভানু) দোকানটি ভাড়া নিয়েছেন তবে মালিক পক্ষ অ্যাডভান্স এর টাকা ফেতর দিয়ে দেবেন বলাতে গন্ডগোল শুরু হয় উক্ত বিষয় দু”পক্ষকে ডাকা হয়েছে থানায় সমাধানের চেষ্টার জন্য।