শিরোনাম
অফিসের বসেই সব সমস্যা সমাধান করেন, ল্যান্ডফোনের সংযোগ দেন ভূমি তহশিলদার আবুল কাশেম তেজগাঁও কলেজ উদ্ভিদবিজ্ঞান ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন নিখোঁজের ১০ দিনেও খোঁজ মেলেনি তিন মাদ্রাসাছাত্রীর,প্রতিষ্ঠান প্রধানকে গ্রেফতারের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের নেতৃত্ব দেয়ায় তেজগাঁও কলেজের শিক্ষক গ্রেফতার তেজগাঁও কলেজে এইচএসসি ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ‘প্রবর্তন’ আলোচনা সভায় তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি সংবাদ প্রকাশের পর স্থগিত হলো তেজগাঁও কলেজ সাইকোলজি ক্লাবের কমিটি থ্যালাসেমিয়া রোগীদের পাশে তেজগাঁও কলেজ রোভার স্কাউট, সোমবার ব্লাড ডোনেশন ক্যাম্পেইন সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

অফিসের বসেই সব সমস্যা সমাধান করেন, ল্যান্ডফোনের সংযোগ দেন ভূমি তহশিলদার আবুল কাশেম

Juyel Khandokar

নিজস্ব প্রতিবেদক:- অফিসে বসেই যে কোন সমস্যা সমাধান করেন ও ল্যান্ড ফোনের সংযোগ এর দালালি ও সুপারিশ করেন কুমিল্লা জেলা, সদর দক্ষিণ থানার জোড়কানন (পশ্চিম) ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মোঃ আবুল কাশেম খাঁন।

ভূমি তহশিলদার আবুল কাশেম খাঁন জোড়কানন (পশ্চিম) ইউনিয়ন ভূমি অফিসে এ-মাসেই জয়েন্ট করেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে জমি খারিজ করতে অধিক টাকা গ্রহণ করেন। ৫/৭/১০/২০ হাজার টাকা পর্যন্ত টাকা নেন জমি খারিজ করতে। সরকারি ফ্রি ১১৭০ টাকা হলেও অধিক টাকা সংগ্রহ করেন বলে এমন অভিযোগ এর ভিক্তিতে তার বিক্তব্য জানতে গেলে সাংবাদিকদেরকে বসিয়ে খাবার খেয়ে পরে প্রশ্ন করার আগেই তিনি নিজেকে সৎ ও আদর্শবান বলে দাবি করে বলেন আমি বছর দেড় এক এর মধ্যে আমি রিটায়ার্ড করব আমি কোন অবৈধ ইনকামের মধ্যে নেই! তবে সাংবাদিকের যে কোন সমস্যা সমাধানে কিংবা কারো কোন সমস্যা হলে তাকে জানালে সব সমস্যা সমাধান করে দেবেন ও কারো কোন ল্যান্ড ফোনের সংযোগ প্রয়োজন হলে তিনি করিয়ে দেবেন বলের তার ভিজিটিং কার্ডটি সাংবাদিককে ধরিয়ে দেন ক্ষমতাধর এই ভূমি তহশিলদার মোঃ আবুল কাশেম খাঁন। কুমিল্লা জেলার তহশিলদার সমিতির নির্বাচিত নেতা বলে কথা।

Leave a Reply