শিরোনাম
ঈশ্বরগঞ্জ উপজেলায় ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে পেশাদারিত্বের ঘাটতি ও চরম অদক্ষতা ঠাকুরগাঁও জেলা পুলিশ যেন উজিরে খামাখা? ভেঙে পরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি  ঠাকুরগাঁওয়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বুড়িচংয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে চার দফা দাবিতে নাগরিক উন্নয়ন ফোরামের মানববন্ধন কর্মসূচি পালিত বুড়িচংয়ে নির্যাতনে কলেজ ছাত্র হত্যায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন রংপুরে মাকে হত্যা মামলায় পুত্রের মৃত্যুদন্ডের আদেশ বিরলে ১৭শ কৃষক বিনামূল্যে পেলো সার ও বীজ একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে: রংপুরে শিবির সভাপতি কুমিল্লা নগরীতে যানজট নিরসন ও সড়কে বিশৃঙ্খলা বন্ধে বিক্ষোভ

কুমিল্লায় ৫ লক্ষ টাকা চাঁদা না পেয়ে দফায় দফায় হামলা ও লুটপাটের অভিযোগে বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা

Juyel Khandokar

কুমিল্লা জেলা প্রতিনিধি:- কুমিল্লা জেলার লালমাই থানাধীন মেহেরকুল দৌলতপুর চৌরাস্তায় এক মোবাইল দোকানে পাঁচ লক্ষ টাকা চাঁদা না পেয়ে দফায় দফায় হামলা ও লুটপাটের অভিযোগে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুটিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় তিন বিএনপির নেতাকে আসামি চিহ্নিত করে ও ১০/১৫ জনকে অজ্ঞাত নামা আসামি দিয়ে মামলাটি আদালত আমলে নিয়ে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশনা দিয়েছেন আদালত। গত ১০/০৯/২০২৫ ইং তারিখে আদালতে মামলা দায়ের করা হয়, মামলা নং- সি,আর ৬৭৬/২৫,ইং তারিখ লালমাই কোট।

কুমিল্লা জেলার শাহ জাহান, পিতা- মোস্তফা কামাল, সাং- মেহেরকুল দৌলতপুর, থানা- লালমাই থানাধীন শাহ জাহান উক্ত মামলাটি দায়ের করেন পাশাপাশি গ্রাম”র ১। মনির হোসেন ডালিম (৪৫), পিতা- আব্দুল মান্নান, সাং- উত্তর ধনপুর, (উত্তর বাঘমারা ইউনিয়ন বিএনপির সভাপতি), ২। মোঃ শরিফ (২৮), পিতা- সিরাজুল হক ওরফে সিরাজুল ইসলাম, (ধনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপি), ৩। নয়ন মিয়া (২৫), পিতা- খোরশেদ মাস্টার, সাং- উত্তর জয়কামতা (ইউনিয়ন ছাত্রদলের সদস্য) বলে জানা যায়। দলীয় প্রভাব খাটিয়ে চাঁদা দাবি করে চাঁদা না পেয়ে দফায় দফায় হামলা করে বাদীর স্ত্রীকে আহত করা সহ লুটপাটের অভিযোগে অজ্ঞাত নামা আরও ১০/১৫ জনকে আসামি করে তাদের বিরুদ্ধে এ-মামলাটি আদালতে দায়ের করা হয়।

জানা যায় মামলার বাদী শাহ জাহান মেহেরকুল দৌলতপুরের চৌমুহনীতে বিসমিল্লাহ টেলিকম নামে একটি দোকানে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছেন। গত ৩/৯/২০২৫ ইং তারিখ সন্ধ্যা ০৭ টার সময় পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অনীহা প্রকাশ করাতে তার দোকানে তালা লাগিয়ে বের করেন দেন। অতঃপর গত ০৮/০৯/২০২৫ ইং তারিখে দোকান মালিক শাহ জাহানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী তাওহিদা সুলতানা”র উপরে হামলা চালিয়ে তার পরনে থানা স্বর্ণ অলংকার সহ নগদ অর্থ হাতিয়ে নেওয়া ও লুট করা হয় এবং ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করেন বলে মামলার এজাহারে বর্ণনা করা হয়েছে। খায় ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা। এর মধ্যে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা গয়না ও নগদ অর্থ লুটের অভিযোগ উল্লেখ করা হয়।

উক্ত বিষয় ভুক্তভোগী শাহ জাহান ন্যায় বিচারের দাবি করে মামলাটি আদালতে দায়ের করেছেন বলে জানায় ও শাহ জাহান সহ তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেন গণমাধ্যম কর্মীদেরকে জানায়।

Leave a Reply