শিরোনাম
ঈশ্বরগঞ্জ উপজেলায় ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে পেশাদারিত্বের ঘাটতি ও চরম অদক্ষতা ঠাকুরগাঁও জেলা পুলিশ যেন উজিরে খামাখা? ভেঙে পরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি  ঠাকুরগাঁওয়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বুড়িচংয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে চার দফা দাবিতে নাগরিক উন্নয়ন ফোরামের মানববন্ধন কর্মসূচি পালিত বুড়িচংয়ে নির্যাতনে কলেজ ছাত্র হত্যায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন রংপুরে মাকে হত্যা মামলায় পুত্রের মৃত্যুদন্ডের আদেশ বিরলে ১৭শ কৃষক বিনামূল্যে পেলো সার ও বীজ একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে: রংপুরে শিবির সভাপতি কুমিল্লা নগরীতে যানজট নিরসন ও সড়কে বিশৃঙ্খলা বন্ধে বিক্ষোভ

কুমিল্লায় চুরির অভিযোগে কুকুর লেলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল: র‍্যাব-পুলিশের অভিযানে আটক ৩

Juyel Khandokar

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে আটক এক যুবককে নির্মমভাবে কুকুর লেলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ক্ষোভ দেখা দেয় সাধারণ মানুষের মধ্যে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক। ঘটনার পরপরই র‍্যাব-১১ সিপিসি-২ ও বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

নির্যাতনের শিকার যুবকের নাম শ্রী জয় (৩২)। তিনি চান্দিনা উপজেলার মাইসখার গ্রামের শ্রী বিষ্ণুর ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়—
দুটি কুকুর শ্রী জয়ের শরীরে একযোগে কামড় বসাচ্ছে এবং কয়েকজন লাঠি হাতে তাকে আঘাত করছে। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাকুরা স্টিল মিলে সম্প্রতি একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় এসব চুরি সংঘটিত হতো।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিরাপত্তাকর্মীরা নামাজে না গিয়ে চোর ধরতে ওঁত পেতে থাকেন। এসময় শ্রী জয় মিলের ভেতরে প্রবেশ করলে তাকে ধাওয়া করে কুকুর লেলিয়ে দেওয়া হয় এবং পরে লাঠি দিয়েও মারধর করা হয়।

ভিডিও ভাইরাল হওয়ার পরপরই র‍্যাব-১১ সিপিসি-২ এবং বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব নামে তিনজনকে আটক করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান,
“এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে র‍্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

ভিডিও প্রকাশের পর স্থানীয় জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে বলেছেন, চুরির অভিযোগ থাকলেও এভাবে কুকুর লেলিয়ে নির্যাতন মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা এ ঘটনার কঠোর বিচার দাবি করেছেন।

Leave a Reply