কুমিল্লা জেলা প্রতিনিধি:- কুমিল্লা সদর উপজেলার দিদার মার্কেট এলাকার এক পাখি বিক্রেতার দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি টিম অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরণের ৬২ টি বন্যপ্রাণী জব্দ করে।
বন্যপ্রাণী মধ্যে ২৮ টি সবুজ টিয়া পাখি, ১২ টি তোতা, ১ টি ময়না, ২ টি হিরামন টিয়া, ৪ টি কচ্ছপ, ৪ টি কালিম এবং ৯ টি ঘুঘু পাখি ছিলোি।
প্রাণিগুলোকে পরবর্তীতে কুমিল্লার প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এই এলাকায় ইতোপূর্বে কোন ধরনের বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয়নি।
ফলে এসুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেনীর ব্যবসায়ী এই সকল বন্যপ্রাণী জনসম্মুখে বিক্রি করে আসছিল। এই অভিযানের পর উক্ত এলাকায় জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।



