কুমিল্লার দেবিদ্বার উপজেলার ২ নং ইউছুফপুর ইউনিয়নের এগারগ্রাম সড়ক বাজারের পূর্ব পাশে সরকারি খালের উপর অবৈধভাবে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের রাস্তার পূর্ব পাশে সরকারি খালের উপর দুলাল দাষ (৬০), পিতা মৃত দেবন দাষ, সাং এগারগ্রাম—অবৈধভাবে একটি বিল্ডিং নির্মাণ কাজ শুরু করেছেন।
সরকারি খালের উপর এ ধরনের দখল ও স্থাপনা নির্মাণ স্থানীয় পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি জলাবদ্ধতার ঝুঁকি বাড়াবে। এতে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এবং সরকারি সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। খাল দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের কারণে বাজার এলাকাজুড়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সচেতন মহল বলছে, সরকারি খাল রক্ষা করা সবার দায়িত্ব। খালের উপর অবৈধ দখল বন্ধ না হলে এলাকায় পরিবেশগত ও সামাজিক সমস্যার সৃষ্টি হবে।
এদিকে, স্থানীয়রা দ্রুত তদন্ত করে অবৈধ বিল্ডিং নির্মাণ বন্ধে এবং নির্মাণকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।



