শিল্পী আক্তার, রংপুর প্রতিনিধি:- সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকুত আলী বাদলকে অপহরণ করে নিয়ে সিটি করপোরেশনে মারধর, প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা ও মব তৈরি করে সাংবাদিকদের হেনস্থা চেষ্টার মামলায় রতন মিয়া (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টায় রংপুর মহানগরীর শাপলা চত্বর হাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।রতন মিয়া নগরীর পূর্ব অভিরাম ডাক্তার পাড়ার সাইফুল ইসলামের ছেলে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, রোববার (২১ সেপ্টেম্বর) নগরীর কাচারী বাজার এলাকা থেকে একুশে টেলিভিশন এবং দৈনিক সংবাদ এর জ্যেষ্ঠ প্রতিবেদক লিয়াকত আলী বাদলকে কথিত জুলাই যোদ্ধার পরিচয়ে একদল যুবক ধরে নিয়ে গিয়ে সিটি করপোরেশনের ভেতরে বেধড়ক মারপিট করে। এ সময় তার পরিবেশিত নিউজ ভুল হয়েছে মর্মে প্রধান নির্বাহীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করার জন্য তার রুমের কাছে নিয়ে আটকে রাখে। পরে সাংবাদিকরা গিয়ে তাকে উদ্ধার করে। সিটি করপোরেশনের নতুন ভবনের সামনে সাংবাদিকরা অবস্থান ধর্মঘট শেষে চলে যাওয়ার সময় আবারো সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা মব তৈরি করে সাংবাদিকদের আটকে রাখে এবং হেনস্তা করে।
এ ঘটনায় লিয়াকত আলী বাদল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজসহ ১৪ জনের নামে মামলা দায়ের করে।
ওই মামলার পাঁচ নম্বর আসামি রতন।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর লিয়াকত আলী বাদল দৈনিক সংবাদে ‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। ওই সংবাদে জেরে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে এ ঘটনা ঘটানো হয়।



