সিনিয়র রিপোর্টার বিশাল রহমান:- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বনগাঁও বাজার এলাকায় গতকাল (২৪ সেপ্টেম্বর ২০২৫) রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৮), যিনি স্থানীয়ভাবে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও বিএনপির নেতা হিসেবে পরিচিত, এবং তার সহযোগী একই উপজেলার মজিরপাড়া এলাকার মোঃ নাকির হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০)।
পুলিশ জানায়, আশরাফুল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন এবং মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। স্থানীয় সূত্রও জানিয়েছে, দলীয় পরিচয়ের আড়ালে আশরাফুলের বিরুদ্ধে আগে একাধিকবার অভিযোগ উঠলেও তিনি আইনের ফাঁক গলে পার পেয়ে যেতেন।
এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মামলা নং-১১/১৪৪ দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের যথাযথ প্রক্রিয়া শেষে কড়া নিরাপত্তার মধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দাবি, হরিপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়। ইয়াবাসহ বিএনপি নেতা আশরাফুল আটকের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।