শিরোনাম
ঈশ্বরগঞ্জ উপজেলায় ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে পেশাদারিত্বের ঘাটতি ও চরম অদক্ষতা ঠাকুরগাঁও জেলা পুলিশ যেন উজিরে খামাখা? ভেঙে পরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি  ঠাকুরগাঁওয়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বুড়িচংয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে চার দফা দাবিতে নাগরিক উন্নয়ন ফোরামের মানববন্ধন কর্মসূচি পালিত বুড়িচংয়ে নির্যাতনে কলেজ ছাত্র হত্যায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন রংপুরে মাকে হত্যা মামলায় পুত্রের মৃত্যুদন্ডের আদেশ বিরলে ১৭শ কৃষক বিনামূল্যে পেলো সার ও বীজ একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে: রংপুরে শিবির সভাপতি কুমিল্লা নগরীতে যানজট নিরসন ও সড়কে বিশৃঙ্খলা বন্ধে বিক্ষোভ

জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলেছেন আ.লীগের ক্যাডার রবিউল

Juyel Khandokar

কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলেছে আওয়ামী লীগের ক্যাডার দেওয়ান রবিউল ও তার সঙ্গীরা।

শুক্রবার রাত আটটার দিকে এই ঘটনাটি ঘটেছে ‌।

স্থানীয় সূত্রে জানা গেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এলাকার চর বিশ্বরোড এলাকায় তারেক রহমানের ছবি দিয়ে ব্যানার টাঙ্গানো হয়েছে । শুক্রবার রাত আটটার দিকে ব্যানারটি ছিঁড়ে ফেলার সময় স্থানীয় কয়েকজন সিএনজি চালক দুর্বৃত্তদের ধাওয়া করে। এ সময় তারা দৌড়ে পালিয়ে যায় ।

কয়েকজন সিএনজি চালকের সাথে কথা বলে জানা গেছে কুমিল্লা ছয় আসনের পলাতক সাবেক এমপি বাহারের একনিষ্ঠ কর্মী আওয়ামী লীগ নেতা দেওয়ান রবিউলের নেতৃত্বে তারেক রহমানের ব্যানাটি ছিঁড়ে ফেলা হয়েছে। আওয়ামী লীগ নেতা রবিউল কুমিল্লা আদর্শ সদর উপজেলা উত্তর দুর্গাপুর ইউনিয়ন বারছনা গ্রামের দেওয়ান গোলাম রহমানের ছেলে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক আমার দেশকে বলেন, সম্মেলন উপলক্ষে সড়ক ও মহাসড়কে আমাদের নেতা তারেক রহমানের ছবি দিয়ে ব্যানার ফেস্টুন টাঙ্গানো হয়েছে। আমাদের কাছে অভিযোগ এসেছে আওয়ামী লীগ নেতা রবিউলসহ কিছু দুর্বৃত্ত ব্যানার ফেস্টুনগুলো রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলেছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির বলেন, আগামী কাল সম্মেলন। জেলার বিভিন্ন সড়ক মহাসড়কে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের ছবি দিয়ে ব্যানার ফেস্টুন টাঙ্গানো হয়েছে । আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।

এই বিষয়ে জানতে আওয়ামী লীগ ক্যাডার রবিউলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ।

কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম  বলেন, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। একটা মৌখিক অভিযোগ পেয়েছিলাম।

Leave a Reply