শিরোনাম
রংপুরে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির প্রচারাভিযান গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় মুক্তি আন্দোলন জোট গঠন এর ঘোষণা ঈশ্বরগঞ্জ উপজেলায় ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে পেশাদারিত্বের ঘাটতি ও চরম অদক্ষতা ঠাকুরগাঁও জেলা পুলিশ যেন উজিরে খামাখা? ভেঙে পরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি  ঠাকুরগাঁওয়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বুড়িচংয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে চার দফা দাবিতে নাগরিক উন্নয়ন ফোরামের মানববন্ধন কর্মসূচি পালিত বুড়িচংয়ে নির্যাতনে কলেজ ছাত্র হত্যায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন রংপুরে মাকে হত্যা মামলায় পুত্রের মৃত্যুদন্ডের আদেশ বিরলে ১৭শ কৃষক বিনামূল্যে পেলো সার ও বীজ

চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত

Juyel Khandokar

কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশায় জাতীয়তাবাদী মহিলা দল গঠন ও মহিলা দলের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঘোলপাশা দক্ষিণ পাড়ায় ইউনিয়ন বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক দুবাই প্রবাসী মো. রিয়াজ উদ্দিন এর বাড়ির উঠোনে এ উপলেক্ষে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনিপ’র সভাপতি মো. কামরুল হুদা।

ক্ষমতার লোভে পশ্চিমাদের খুশি করতে যিশুখ্রিস্টের ছবির আদলে জামায়াত তাদের নতুন লোগো তৈরি করেছে বলে মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনিপ’র সভাপতি মো. কামরুল হুদা বলেন, জামায়াত ধর্ম ব্যবসায়ী। তারা ভোটের জন্য সবসময় ইসলামকে ব্যবহার করে। জামায়াত খ্রিস্টানদের খুশি করতে দলীয় নতুন লেগো থেকে আল্লাহর নামও বাদ দিয়েছে, তারা ইসলামের নামে জনগণের সাথে ধোঁকাবাজি করছে। জামায়াতে ইসলামী প্রকৃতপক্ষে জনগণের দল নয়। তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীর দল।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিদেশিরা একসময় যাকাত দিতে চেয়েছিলো। তখন তিনি বিদেশীদের বলেছিলেন, আমাকে যাকাত না কর্মের ব্যবস্থা করে দাও। অথচ জামায়াতের কেন্দ্রীয় নেতা গতকাল তার বক্তব্যে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে তারা নাকি বিদেশীদের কাছ থেকে যাকাত নিয়ে আসবেন। উনার এ বক্তব্যে জাতি হিসেবে আমাদের লজ্জিত করেছে, বিশ্বের কাছে আমাদেরকে ছোট করা হয়েছে।

উপস্থিত নারীদের উদ্দেশ্যে কামরুল হুদা আরও বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা, বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা এদেশে প্রথম চালু করেছিলেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে গার্মেন্টস শিল্প, হিমায়িত খাদ্য, হস্তশিল্প, চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার বহিঃবিশ্বে সম্প্রসারণ করেছিলেন। যারফলে এদেশের বেকার সমস্যার সমাধানে বিদেশ সহ এদেশে যুবকদের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাই আপনারা জাতীয়তাবাদী দলের ছায়াতলে আসুন। এতে দেশ ও জনগণের কল্যাণ হবে ইনশাআল্লাহ।

চৌদ্দগ্রাম উপজেলা মহিলা দলের সম্পাদিকা পুতুল বেগমের সভাপতিত্বে মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হারুন অর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক শাহআলম রাজু, সহ-সাধারণ সম্পাদক মনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, মো. গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম দুলাল, ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, প্রচার সম্পাদক মো. খোরশেদ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, পৌর মৎসজীবি দলের সভাপতি মাসুদ রানা সুজন, উপজেলা যুবদল নেতা হাসান শরীফ, ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম সবুজ, সহ-সভাপতি আশিকুর রহমান সুমন, মহিলা দলের নেত্রী লাকি বেগম, সাকিনা মেম্বার, সুফিয়া মেম্বার, সুবরা বেগম, দেলোয়ারা জাহান ডলি, বিউটি আক্তার, রাবেয়া আক্তার, পারভিন আক্তার, হাসিনা আক্তার, মততাজ আক্তার মুক্তা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. জুয়েল প্রমুখ।

Leave a Reply