শিরোনাম
দেশের গণতান্ত্রিক শাসন অব্যাহত রাখতে স্থানীয় সাংবাদিকদের সহায়তা চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করে দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে মানববন্ধন ফটিকছড়িতে  বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন  প্রয়াত পিতাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস রাণীশংকৈলে কৃষি অফিসের কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প দিনমজুরের বাড়িতে ফটিকছড়ি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বরিশাল-২ এ আগুন ঝরালেন নিক্সন! গণতন্ত্রের মঞ্চে জনতার ঢেউ, ফ্যাসিস্টদের টান টান টেনশন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী রংগ – ঢাকার মাস্তান দাবী করা প্রার্থীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে : এম আব্দুল্লাহ যারা ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু – শুভেচ্ছা সমাবেশে মনিরুল হক চৌধুরী

কবরস্থান পরিস্কার করে প্রশংসায় ভাসছে একদল যুবক

Juyel Khandokar

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধি:- “একতাই বল – মাদক ছেড়ে খেলতে চল – মানবতার টানে আমরা আছি সবখানে”এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের “মিলনপুর যুব সমাজ ঐক্য ফোরাম” এর উদ্যোগে মিলনপুর কেন্দ্রীয় কবরস্থানের আগাছা ও জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে এলাকার যুবক মোঃ শরিফুল ইসলাম শরিফ ও মোঃ গোলাম মোস্তফা এর নেতৃত্বে প্রতি বছরের ন্যায় এবারও মিলনপুর কেন্দ্রীয় এ কবরস্থানের জঙ্গল পরিস্কার করেন স্থানীয় যুব সমাজ।

তাদের সহযোগিতায় ছিলেন বাবুল হোসেন, সাকিব ইসলাম,রিপন মিয়া,আশরাফুল ইসলাম,সাব্বির ইসলাম,রমজান আলী,সাজু মিয়া,আল-আমিন, জুয়েল রানা,রজব আলী,ইয়াছিন আলী,শুভ ইসলাম,আলমগীর হোসেন,ফরিদুল ইসলাম, হাকিম ইসলাম, নয়ন ইসলাম,হাজিফুল,উজ্জ্বল সহ প্রমুখ।

এম এ হামিদ ও আব্দুর রউফ বলেন, দীর্ঘ দিন ধরে পরিস্কার না করায় আগাছা ও ঝোপ-ঝাড়ে পরিপূর্ণ ছিলো কবরস্থানটি। এতে করে মৃত ব‍্যাক্তিদের কবরে সমাহিত করতে স্বজনদের ভোগান্তি পোহাতে হতো।এ কারণে সবার অংশগ্রহণে এ কর্মসূচির উদ্যোগ হাতে নেয়া হয়।আশা করি, এখন আর কোন সমস্যা হবে না,কার্যক্রমে অংশগ্রহণকৃত এলাকাবাসি ও যুবকদের ধন্যবাদ জানাই।

যুবকদের এমন মহতি উদ্যোগ গ্রহণের প্রশংসা জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।

পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশ নেওয়া মোঃ জাকির হোসেন বলেন, মৃত্যুর পর প্রত্যেক মুসলমানকে কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। আর আমাদের শেষ ঠিকানা হলো কবরস্থান। তাই আমরা কবরস্থানে উন্নয়নের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছি।

মোঃ নবীর হোসেন বলেন, এটাইতো আমাদের শেষ ঠিকানা, আমাদেরই দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাই আমরা প্রতিবছর চেষ্টা করি এলাকার ছোট-বড় ভাই ও সহপাঠীদের নিয়ে বছরে একদিন হলেও কবরস্থান পরিষ্কার করতে।

কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কাজের জন্য সার্বিকভাবে দায়িত্বে ছিলেন মোঃ শরিফুল ইসলাম শরিফ বলেন, আমরা লোক রেখে পরিষ্কার করতে গেলে অনেক টাকা ব্যয় হবে। তাই নিজেরাই পরিষ্কার করছি। এতে আমাদের মানসিকভাবে শান্তি লাগছে। আজ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কাল আমাদের পরবর্তী প্রজন্ম করবে। এ ভালো কাজে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই।

Leave a Reply