শিরোনাম
মমেক হাসপাতালে দালাল চক্র নিরসনে মোবাইল কোর্টে গ্রেপ্তার ১৮ জনকে সাজা প্রদান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক সম্রাট সুজনকে আটক করেছে পুলিশ দেবিদ্বারে খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন: অভিভাবক সদস্য পদে জাহাঙ্গীর আলমের ব্যালট নম্বর ৪ মানবিক সংগঠন “মানবিক কুমিল্লা” উদ্যোগে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রংপুরে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির প্রচারাভিযান গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় মুক্তি আন্দোলন জোট গঠন এর ঘোষণা ঈশ্বরগঞ্জ উপজেলায় ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে পেশাদারিত্বের ঘাটতি ও চরম অদক্ষতা ঠাকুরগাঁও জেলা পুলিশ যেন উজিরে খামাখা? ভেঙে পরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি  ঠাকুরগাঁওয়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বুড়িচংয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

ভুল চিকিৎসায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যু

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ

রাজধানী ঢাকার কমিউনিটি হাসপাতালে ভুল চিকিৎসার কারণে তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থীর নাম তানজিনা তাবাসসুম। সে তেজগাঁও কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী ছিল।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তানজিনা।

পরিবারের সদস্যদের অভিযোগ, নিহত শিক্ষার্থী গত শুক্রবার টনসিলে আক্রান্ত হয়ে কমিউনিটি হাসপাতালে ভর্তি কিন্তু চিকিৎসকের মাত্রাতিরিক্ত অ্যানেস্থেসিয়া প্রয়োগের ফলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাকে আইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

নিহতের সহপাঠীরা জানান, চিকিৎসকের অবহেলার কারণে তাদের বন্ধুর মৃত্যু হয়েছে। তারা সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে—তারা নিয়ম মেনেই চিকিৎসা দিয়েছেন, মৃত্যুর বিষয়টি দুঃখজনক হলেও এটি “ভুল চিকিৎসা” নয় বরং রোগীর জটিল অবস্থার কারণে হয়েছে।

ঘটনার পর এলাকায় ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে,আমরা অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত আইনগত ব্যবস্থা নিব।

Leave a Reply