নিজস্ব প্রতিবেদক :- ফটিকছড়ির ভূজপুরে ২০১৩ সালের রাজনৈতিক মামলার নামে নিরীহ মানুষকে গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় এসআইয়ের অপসারণ চেয়ে থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ নামের একটি সংগঠন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (১১ নভেম্বর) ভূজপুর থানার এসআই মোহাম্মদ খালেদ মজলুম ঐক্য পরিষদের সদস্য ও বায়োজ্যেষ্ঠ মুরুব্বি মোহাম্মদ আইয়ুবকে গ্রেপ্তার করেন। স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত ওই পুলিশ কর্মকর্তা পুরোনো রাজনৈতিক মামলাগুলো ব্যবহার করে নিরীহ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন, হয়রানি করছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের পক্ষ থেকে পূর্বে ঘোষণা ছিল- আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হয়রানিমূলক মামলার আসামিদের আর গ্রেপ্তার করা হবে না। সেই নির্দেশনা অমান্য করেছেন এসআই খালেদ। এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী ও দখলবাজ চক্র বীরদর্পে চলাফেরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ভূজপুর মজলুম ঐক্য পরিষদ ৪৮ ঘণ্টার মধ্যে এসআই খালেদকে ভূজপুর থানা থেকে অপসারণ ও গ্রেপ্তারকৃত মোহাম্মদ আইয়ুবসহ মিথ্যা মামলায় হয়রানির শিকার সকল নিরপরাধ ব্যক্তিকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম ও সাধারণ সম্পাদক মাওলানা আজগর সালেহী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, পতিত স্বৈরাচারের দোসর, চাঁদাবাজ এসআই খালেদকে অপসারণ করা না হলে বুধবার (১২ নভেম্বর) বিকাল ৫টায় ভূজপুর থানা ঘেরাও করা হবে। ভুক্তভোগীসহ সর্বস্তরের জনগণকে কাজিরহাট বাজারে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।


