
প্রভাষক গিয়াস উদ্দিন সরদার পাবনা প্রতিনিধি :- পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণা কে কেন্দ্র করে সংঘর্ষের সময় হাতে অস্ত্র (পিস্তল) নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা ও গুলি ছোড়ার ঘটনায় ভাইরাল হওয়া যুবক মোঃ তুষার হোসেন কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তুষারের দেখানো জায়গা থেকে উদ্ধার করা হয়েছে আরো একটি অবৈধ পিস্তল সহ দুই রাউন্ড তাজা কার্তুজ। গ্রেফতারকৃত তুষার হোসেন ঈশ্বরদী উপজেলার ভেলুপাড়া গ্রামের আবু তাহের পুত্র।
পুলিশ জানায়,গত ২৭ নভেম্বর ঈশ্বরদীর চকগড়গড়ি আলহাজ মোড় এলাকায় জামায়াত ও বিএনপিপন্থী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে এক সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে তুষার হোসেন হাতে আগ্নেয়াস্ত্র(পিস্তল)নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন, এ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় উভয় পক্ষই ঈশ্বরদী থানায় একটি মামলা রজ্জু করেন।
গত ২৯ নভেম্বর করা মামলায় (নম্বর–৪৫) তুষার কে ৬ নম্বর আসামি করা হয়।
ঘটনার পর থেকেই তুষার হোসেন কে গ্রেফতারের অভিযান শুরু করে ডিবি পুলিশ। পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপারদের তত্ত্বাবধানে ওসি (ডিবি) রাশিদুল ইসলাম এর নেতৃত্বে একটি দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ১ ডিসেম্বর সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকার জে.সি.রোড থেকে তুষার হোসেন কে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার হোসেন জানান, তাঁর লুকিয়ে রাখা অস্ত্র ঈশ্বরদীর ভেলুপাড়া এলাকায় আছে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী মোঃ রবিউল ইসলামের একটি ফাঁকা জমিতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো একটি সচল কালো রঙের পিস্তল ও ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ডিবি পুলিশ বলেছে,এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।



