শিরোনাম
নির্বাচনে অংশ নিতে পারবে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: প্রেস সচিব শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দ্বীপরাষ্ট্র তাইওয়ান বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় বিদেশি পিস্তল, গুলি ও ককটেল তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার ‘আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ জানতে চাইলেন ‘খুন হওয়া’ ব্যক্তি রাজশাহী-৫: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন অধ্যাপক নজরুল ইসলাম পেন্টাগনের চাঞ্চল্যকর প্রতিবেদন, অরুণাচলকে তাইওয়ানের মতো ‘মূল স্বার্থ’ ঘোষণা চীনের তারেক রহমানকে স্বাগত জানিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মিছিল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার লালমাইয়ে অবৈধ দুটি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করেন এসিল্যান্ড শাহীন আক্তার শিফা

শেখ হাসিনার জন্মদিন পালন করা সহ বিভিন্ন মিছিল করে নাশোকতার মামলায় ছাত্রলীগ”র সভাপতি সুজন সহ গ্রেফতার ০৭

Chif Editor

সিনিয়র রিপোর্টার জুয়েল খন্দকার :- অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ বিশেষ অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলায় সরকারবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানা পুলিশ। তাদের মধ্য অন্যতম আসামি সুজন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা সহ বিভিন্ন সময়ে হাইওয়েতে মিছিল মিটিং, ককটেল বিস্ফোরণ ও জ্বালাও পোড়াও এর মত একাধিক ঘটনা ঘটিয়ে দেশে অরাজকতা সৃষ্টি ও নাশোকতার অভিযোগ রয়েছে আবিদপুরের ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ রবিউল হাসান ওরফে সুজন এর বিরুদ্ধে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিভিন্ন সময়ে বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ০৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ১। আবিদপুরের ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ রবিউল হাসান প্রকাশ সুজন (৩৫), পিতা: সিদ্দিকুর রহমান, মাতা: মৃত আলেয়া বেগম, সাং:আবিদপুর, ২। উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম (৪৬), তিনি সদর এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে, ৩। রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হারুন মিয়া (৫৮), তিনি রাজাপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে, ৪। আওয়ামী লীগ নেতা মো. মিজান হোসেন (৪৬), তিনি জগতপুর গ্রামের মৃত মুক্তল হোসেনের ছেলে, ৫। আওয়ামী লীগের সমর্থক আহামুদুল হাসান (৩৮), তিনি আজ্ঞাপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে, ৬। ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন (৫২), তিনি রাজাপুর গ্রামের মৃত. আরব আলীর ছেলে।

ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানা যায়, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বুড়িচং উপজেলায় নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply