শিরোনাম
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় ব্যাব সদস্য নিহত, আটক ৭ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে।গৌরনদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান! বাংলাদেশ–মালদ্বীপ বাণিজ্য ও বিনিয়োগ জোরদারের পথে : মোহাম্মদ মাহামুদুল পাবনার ফরিদপুরে সুরাইয়া হত্যার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ; ব্র্যাকের মানবিক উদ্যোগ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ চলছে: পরিবেশ উপদেষ্টা ‘গণভোট রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে আমূল পরিবর্তন আনবে’ আত্মগোপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড, উড়বে ড্রোন:- জাহাঙ্গীর আলম

ঝিনাইদহে বিশেষ অভিযানে লুট হওয়া টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার, আটক ১

Chif Editor

ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে লুট হওয়া টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার ভোরের দিকে সদর উপজেলার উদয়পুর এলাকায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মামলার আসামি মো. রুবেল হোসেনকে আটক করা হয়।

জানা যায়, উদ্ধারকৃত টিয়ার গ্যাস গ্রেনেডটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত সরঞ্জামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ধারণা করা হচ্ছে, এটি গত বছরের জুলাই মাসে সংঘটিত আন্দোলনের সময় বিভিন্ন থানার নিরাপত্তা থেকে হারানো বা লুট হওয়া সরঞ্জামের অংশ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মো. রুবেল হোসেন গত বছরের জুলাই আন্দোলনের সময় সহিংস কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বিভিন্ন সময়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতেও ছিলেন।

সদর থানার ওসি সামছুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযানে উদ্ধারকৃত সব আলামত সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply