সোমবার (৬ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও থানাধীন ৩৩/৩ মধ্যপাড়া (মাতবর গলি), মেরাদিয়া মেইন রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ১২ রাউন্ড ৭.৬২ মিঃ মিঃ চায়না রাইফেলের গুলিসহ মোঃ রাজিব হোসেনকে (৪১) গ্রেফতার করেছে র্যাব-৩।
জিজ্ঞাসাবাদে আসামি রাজিব জানায়, জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুটকৃত গুলিসমূহ সে অবৈধভাবে মজুদ করে রেখেছিল এবং লুটকৃত গুলি ঢাকা মহানগরীর খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
অবৈধ চায়না রাইফেলের গুলি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অস্ত্র আইন-১৯৭৮ এর ১৯ এর ক ধারায় অপরাধ করেছে। আসামির বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি অস্ত্র মামলা রুজু হয়েছে (মামলা নং-১৭, তারিখঃ ০৬/১০/২০২৫)।