শিরোনাম
তুহিনসহ সকল সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে: শিবলী সাদিক খান সাংবাদিক সুরক্ষা আইন চাই: সোহাগ আরেফিন অপছন্দের ল্যাবে পরীক্ষা: চিকিৎসা সেবা বন্ধ করে দিলেন চিকিৎসক প্রতিবন্ধী দত্তক কন্যাকে ধর্ষণ, বাবা গ্রেফতার তুহিন হত্যার বিচারের দাবিতে নবীনগর প্রেসক্লাবের মানববন্ধন স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না: সালাহউদ্দিন আহমদ সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় কার্যক্রম শুরু রোববার এবার গাজীপুরে ব্রিজের নিচে মিলল নারীর লাশ গাজীপুরে সাংবাদিক হত্যা: ১৫ দিনের মধ্যে চার্জশিটের আশ্বাস জিএমপি কমিশনারের জাতীয় বিশ্ববিদ্যালয় ও NUSDF-এর মধ্যে দক্ষতা উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

গাজীপুরে সাংবাদিক হত্যা: ১৫ দিনের মধ্যে চার্জশিটের আশ্বাস জিএমপি কমিশনারের

S M Rashed Hassan

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে সম্প্রতি সাংবাদিক হত্যা ইস্যুতে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়া ক্ষমা প্রার্থনা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (জিএমপি) ডিআইজি ড. মো. নাজমুল করিম খান। এমনকি আগামী ১৫ দিনের মধ্যে তিনি এ মামলার চার্জশিট দেয়ার আশ্বাসও দিয়েছেন।

আজ শনিবার (৯ আগস্ট) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিএমপি কমিশনার বলেন, জুলাই আন্দোলনের গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ বেকার। এ কারণে এই এলাকায় অপরাধ বেড়েছে।

এর আগে গত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি অভিযুক্ত ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, স্বাধীন, আল আমিন, হাসান, শাহজালাল এবং সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিন সকালে গাজীপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, সংঘবদ্ধ অপরাধী চক্রের ছিনতাই দেখে ফেলায় কুপিয়ে হত্যা করা হয় গাজীপুরের সাংবাদিক তুহিনকে।
গতরাতে তুহিন হত্যাকাণ্ডের অন্যতম আসামি স্বাধীনকে মহানগরীর শিববাড়ী এলাকা থেকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় র‍্যাব।

উল্লেখ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানায় র‍্যাব।

Leave a Reply