ঢাকা কলেজ প্রতিনিধিঃ
ঢাকা কলেজস্থ পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদ (সাগরকন্যা)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সদস্যরা এদিন কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুস্থ জীবনধারার জন্য গাছ লাগানো জরুরি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।