শিরোনাম
নিষিদ্ধ পলিথিন নির্মূল এবং জনসচেতনতা সৃষ্টিতে র‍্যাব-৩ এর কার্যক্রম শেবাচিমে সিন্ডিকেটের মূল হোতা দিচ্ছে সংস্কারের স্লোগান জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা “শিক্ষার স্বর্ণ দুয়ারে আবারও কালিমা লেপন” সিদ্দিক মেমোরিয়াল স্কুল-কলেজ এখন শিক্ষার্থীদের মরণফাঁদ ৫ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা দিবস: ছাত্র-জনতার অভ্যুত্থান স্মরণে জাতীয় যুব পরিষদের সভাপতি নিক্সনের বিবৃতি সুস্থ মানুষকে ‘মাদকাসক্ত’ বানিয়ে নির্যাতন: বীকন রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কাজিপুরে ইউপি সচিব আবু সাঈদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও মিথ্যা মামলার অভিযোগ মওদুদ দায়ের করা মামলা প্রত্যাহার করতে সাইবার অপরাধীসহ ও বিভিন্ন মহলের মিথ্যা পরিচয় দিয়ে নাশকতার চেস্টায়, থানায় জিডি দায়ের পলিথিন ও শব্দ দূষণ রোধে সারা দেশে জোরালো অভিযান বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

৫ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা দিবস: ছাত্র-জনতার অভ্যুত্থান স্মরণে জাতীয় যুব পরিষদের সভাপতি নিক্সনের বিবৃতি

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। ৫ই আগস্ট, দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে স্বীকৃত এই ঐতিহাসিক দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল যোদ্ধাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঐতিহ্যবাহী যুব সংগঠন জাতীয় যুব পরিষদ-এর সভাপতি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সাংগঠনিক সম্পাদক এস. এম. সামছুল আলম নিক্সন।

আজ এক বিবৃতিতে তিনি বলেন,

“ছাত্র-জনতার অভ্যুত্থানকে দলীয়করণ করার এক ধরণের অপচেষ্টা চলছে। চলছে পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখার ষড়যন্ত্র। এইসব অপচেষ্টা রুখে দিতে হলে প্রয়োজন ৩৬ জুলাইয়ের চেতনাকে অন্তরে ধারণ করে দৃঢ় অবস্থান নেওয়া।”

 

তিনি আরও বলেন,

“বৈষম্যমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা ও ক্ষমতাকেন্দ্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে লড়াই, সেটাই হলো জুলাই অভ্যুত্থান। এই আন্দোলনের মূল চেতনার মধ্যে ছিল,স্বাধীন দেশের উপযোগী একটি গণতান্ত্রিক সংবিধান ও রাষ্ট্র কাঠামো বিনির্মাণ, অংশীদারিত্বমূলক গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের বাস্তবায়ন।”

 

তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে জানান,

“এক বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত জুলাই অভ্যুত্থানে নিহতদের কোনো সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়নি। আহতদের সুচিকিৎসারও কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়াও আজও অনিশ্চিত।”

 

বিবৃতির শেষাংশে তিনি দেশের সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন,

“সশস্ত্র বাহিনী আমাদের জাতীয় প্রতিষ্ঠান। তাদের বিতর্কিত করা বা রাজনৈতিক খেলায় জড়ানো কখনোই কাম্য নয়।”

Leave a Reply