শিরোনাম
পটুয়াখালীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী রংপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রংপুরে টাইফয়েড টিকা (টিসিভি)-২৫,গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ কর্মশালা আগুনের ভেতর রাজনীতি, ছাইয়ের ভেতর উন্নয়ন-এটাই আধুনিক বাংলাদেশ! রংপুরে দাদন ব্যবসায়ীর হামলায় ১২ পরিবার বাড়ি ছাড়া প্রতিবন্ধীদের চিকিৎসা ও পূনর্বাসনে দীপশিখার ১৪টি পূনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে করার দাবিতে ফটিকছড়ির সচেতন নাগরিক সমাজ’র মানববন্ধন সম্পন্ন পলের গণসংযোগে নিপুণের নেতৃত্বে বাবু বাহিনীর বাধা অপসাংবাদিকদের বিএমইউজে-তে কোনো স্থান নেই – শিবলী সাদিক খান

রাজধানীর বিভিন্ন মাদক স্পটে র‍্যাব-৩ এর অভিযান

Shariful Haque Pavel

বিভিন্ন সময়ে সংবাদে প্রকাশিত তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ আগস্ট র‍্যাব-৩ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর সমন্বয়ে অবৈধ মাদকের বিরুদ্ধে পৃথক অভিযান চালায়।

আজ বুধবার র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, র‍্যাব-৩ এর আভিযানিক দল রাজধানীর সবুজবাগ, মুগদা, পল্টন, শাহজাহানপুর, হাতিরঝিল ও খিলগাঁও থানাধীন পূর্ব গোড়ান, তাল তলা, মগবাজার রেল লাইন, ওয়াহাব কলোনী, সবুজবাগ, সুখনগর খেলার মাঠ, সুখনগর ব্রীজ সংলগ্ন, মুগদা, আইসিডিআর গেইট, কমলাপুর রেল লাইনের দুই পাশ, মালিবাগ ১৭ নং গলি, ভান্ডারি গলি এবং গুলিস্তান পার্ক এলাকায় সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত অভিযান চালায় এবং এই অভিযান মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

Leave a Reply