আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ
তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিলা তাবাচ্ছুম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তানজিলা তাবাচ্ছুমের অকাল মৃত্যুতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস) পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
সংগঠনটির পক্ষ থেকে সংগঠক আজিজুল ইসলাম যুবরাজের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়— “তানজিলা তাবাচ্ছুম ছিলেন একজন মেধাবী ও বিনয়ী শিক্ষার্থী। তাঁর মৃত্যু তেজগাঁও কলেজের শিক্ষার্থী সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তেকসাস পরিবার মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।



