শিরোনাম
আজ দুপুর দুইটায় নিজ আসনে মির্জা ফখরুলের ইলেকশন জার্নি সিলেটে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ  জাপানের টোকিওতে ওয়েসকা ইন্টারন্যাশনাল বোর্ড মিটিংয়ে অংশ নিচ্ছেন : অরিত্র রহমান ময়মনসিংহে ১১ দৈনিক পত্রিকায় ‘হুবহু একই সংবাদ থাকায় সবগুলোর ডিক্লারেশন বাতিল ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের পীরগন্জে গার্লফ্রেন্ডের মালিকানা নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ,আহত ৯ জন রক্তে রামদা ধুয়ে, জামিনে মুখ মুছে, এখনো ক্ষমতার মঞ্চে সোনা শাহীন চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জন আটক কারিগরি ত্রুটিতে সারজিসের প্রোগ্রামে ৮ মিনিট বিদ্যুৎ ছিল না: নেসকো কর্মকর্তা ক্ষোভ ঝাড়তে সেই উপমা ব্যবহার করা উচিত হয়নি

নারী প্রার্থীদের নির্বাচনী খরচ রাষ্ট্রীয়ভাবে সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে: শারমীন মুরশিদ

Juyel Khandokar

জাতীয় রাজনীতিতে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার জোরাল আহ্বান জানিয়েছেন শিশু ও নারী বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, নারী প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে নির্বাচনী খরচ রাষ্ট্রীয়ভাবে সমন্বয়ের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ‘সিদ্ধান্ত গ্রহণে নারীরা কোথায়’ শীর্ষক এক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, নারী সংগঠনগুলোকেও রাজনৈতিক দলের মতো মর্যাদা দিয়ে স্বতন্ত্রভাবে সংসদে আসার সুযোগ দেওয়া প্রয়োজন।

নারীর রাজনৈতিক অধিকার ফোরামের এই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নারী নেত্রীরা অংশ নেন। বক্তারা সমাজ ও রাজনীতিতে নারীর অবদান তুলে ধরার পাশাপাশি নারী-পুরুষের সম অধিকার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, যখন কোনো সঙ্কট আসে, তখন নারীরা ব্যক্তি হিসেবে এগিয়ে এলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুচতুরভাবে তাদের সরিয়ে রাখা হয়। তারা আরও সমালোচনা করেন যে, গুরুত্বপূর্ণ ঐকমত্য কমিশনেও নারীদের প্রাধান্য দেওয়া হয়নি।

Leave a Reply