আজ রোববার (১২ অক্টোবর) নেসকোর সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নেসকোর ভারপ্রাপ্ত প্রকৌশলী বলেন, গতকাল শনিবার রাত ৯টা ২০ মিনিটে পঞ্চগড়ের বৈশাখী মোড় এলাকায় একটি লাইনে আগুন ধরে যায়। বিষয়টি দ্রুত শনাক্ত করে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়। পরে কারিগরি দল তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে এবং রাত ৯টা ২৮ মিনিটে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করে। অর্থাৎ মাত্র ৮ মিনিট বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।”
তিনি আরও জানান, এনসিপির এই কর্মসূচির ব্যাপারে নেসকোকে আগে থেকে অবহিত করা হয়নি। বিদ্যুৎ বিভ্রাট ছিল একটি দুর্ঘটনাজনিত কারিগরি সমস্যা।
তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
পরে এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে সারজিস আলম জানান, বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপি তিনটি কর্মসূচি আয়োজন করেছে। প্রতিবারই যখন আমি বক্তব্য দেওয়া শুরু করি, তখন এক-দুই মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে যায়।