শিরোনাম
আজ দুপুর দুইটায় নিজ আসনে মির্জা ফখরুলের ইলেকশন জার্নি সিলেটে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ  জাপানের টোকিওতে ওয়েসকা ইন্টারন্যাশনাল বোর্ড মিটিংয়ে অংশ নিচ্ছেন : অরিত্র রহমান ময়মনসিংহে ১১ দৈনিক পত্রিকায় ‘হুবহু একই সংবাদ থাকায় সবগুলোর ডিক্লারেশন বাতিল ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের পীরগন্জে গার্লফ্রেন্ডের মালিকানা নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ,আহত ৯ জন রক্তে রামদা ধুয়ে, জামিনে মুখ মুছে, এখনো ক্ষমতার মঞ্চে সোনা শাহীন চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জন আটক কারিগরি ত্রুটিতে সারজিসের প্রোগ্রামে ৮ মিনিট বিদ্যুৎ ছিল না: নেসকো কর্মকর্তা ক্ষোভ ঝাড়তে সেই উপমা ব্যবহার করা উচিত হয়নি

কারিগরি ত্রুটিতে সারজিসের প্রোগ্রামে ৮ মিনিট বিদ্যুৎ ছিল না: নেসকো কর্মকর্তা

Juyel Khandokar

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে অনুষ্ঠিত লংমার্চের সমাপনী পথসভায় বিদ্যুৎ সংযোগ ৮ মিনিটের জন্য বন্ধ ছিল বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। ঘটনাটি একটি দুর্ঘটনাজনিত কারিগরি ত্রুটির কারণে হয়েছিল বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ রোববার (১২ অক্টোবর) নেসকোর সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নেসকোর ভারপ্রাপ্ত প্রকৌশলী বলেন, গতকাল শনিবার রাত ৯টা ২০ মিনিটে পঞ্চগড়ের বৈশাখী মোড় এলাকায় একটি লাইনে আগুন ধরে যায়। বিষয়টি দ্রুত শনাক্ত করে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়। পরে কারিগরি দল তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে এবং রাত ৯টা ২৮ মিনিটে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করে। অর্থাৎ মাত্র ৮ মিনিট বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।”

তিনি আরও জানান, এনসিপির এই কর্মসূচির ব্যাপারে নেসকোকে আগে থেকে অবহিত করা হয়নি। বিদ্যুৎ বিভ্রাট ছিল একটি দুর্ঘটনাজনিত কারিগরি সমস্যা।

এ দিকে ওই সময়কার বিদ্যুৎ বিভ্রাটে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেবো। তাদের কলিজা কত বড় হইছে—কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো।”

তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পরে এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে সারজিস আলম জানান, বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপি তিনটি কর্মসূচি আয়োজন করেছে। প্রতিবারই যখন আমি বক্তব্য দেওয়া শুরু করি, তখন এক-দুই মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে যায়।

Leave a Reply