সিনিয়র রিপোর্টার, বিশাল রহমান:- পীরগঞ্জে গার্লফ্রেন্ডের মালিকানা নিয়ে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৯ জন, ভিডিও ফুটেজ নেওয়ায় সাংবাদিকের মোবাইল ও আইডি কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১২ অক্টোবর) রাত ১০ টার দিকে পৌর শহরের বিভিন্ন স্থানে এই সংঘর্ষ চলে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন।
এদিকে ইট পাটকেল নিক্ষেপের সময় পৌরসরের মুন্সিপাড়া এলাকার রমজান আলী নামে একজন ভ্যানচালক ফারদিন ইলেকট্রিক দোকানে সাটার কাছে আশ্রয় নিতে গেলে, মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন। আহত রমজান আলী অবস্থা আশঙ্কা জনক তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ভ্যান চালক সহ মোট আহত এর সংখ্যা এখন পর্যন্ত নয়জন। সংঘর্ষের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, একজন তরুণীকে নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঐ তরুণীকে ছাত্রদলের দুজন নেতা তাদের গার্লফ্রেন্ড দাবি করে আসছিল বেশ কয়েকদিন আগে থেকে।
গতকাল রাতে এ দাবি নিয়ে উভয়পক্ষের মধ্যে সৃষ্ট বচসা থেকে সংঘর্ষ বেধে গেলে তা গোটা পৌর শহরে ছড়িয়ে পরে। এ বিষয়ে পীরগন্জ থানা ও পৌর ছাত্রদলের নেতাদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তাঁরা কেউই ফোন রিসিভ করেননি।তবে পীরগন্জ পৌর ছাত্রদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিনিধিকে জানান, গার্লফ্রেন্ড নিয়ে এ ঘটনার সুত্রপাত। এদিকে সংঘর্ষ চলাকালে ভিডিও ফুটেজ নেওয়ার সময় বাদল হোসেন নামক এক সাংবাদিকের মোবাইল ফোন ও আইডি কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অঘটন না ঘটে।