শিরোনাম
২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতারে মুক্তিযোদ্ধা কমান্ডারের আলটিমেটাম  ‘গণতান্ত্রিক সংস্কার জোট’র মুখপাত্র নাহিদ ইসলাম বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক: মেডিকেল বোর্ড ‘পৃথিবীর একমাত্র সীমান্ত বাংলাদেশ-ভারত, যেখানে মানুষকে গুলি করে মারা হয়’ শওকত মাহমুদ আটক ডিজি’র সঙ্গে বাগবিতণ্ডার জবাবে আমাকে সাসপেন্ড করেন নো প্রব্লেম -ডা.ধনদেব বর্মন কেরাণীগঞ্জে সাংবাদিক ফয়সাল এর ওপর মাদক ব্যবসায়ীর হামলা: বিএমইউজে নিন্দা প্রতিবাদ সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গঠন করেছে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি প্রণোদনার নামে দূর্ণীতি ও লুটপাটের কারণে ঠাকুরগাঁওয়ে গম আবাদ ছাড়ছেন চাষিরা মাদক ও অপরাধমুক্ত ঠাকুরগাঁও গড়ে তুলতে স্থানীয় জনসাধারণের সহযোগিতা চাইলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার

প্রতিবন্ধীদের চিকিৎসা ও পূনর্বাসনে দীপশিখার ১৪টি পূনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন

Chif Editor

দিপংকর রায়, দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুরের বিরলে প্রতিবন্ধীদের চিকিৎসায় ঐতিহ্যবাহী বেসরকারী সংস্থা দীপশিখার ১৪টি পূনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প আয়োজন।

আজ ১৮ অক্টোবর (শনিবার) লিলিয়ান ফন্ডসের অর্থ সহায়তায় সেন্টার ফর ডিসএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের আওতায় ও দীপশিখার বাস্তবায়নে। কয়েক সপ্তাহ ব্যাপি ১৪টি ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রায় ৬ শতাধিক প্রতিবন্ধী শিশু ও যুবক যুবতীদের এই পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প শুরু হয়। চলমান এই পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের আওয়াতায় থাকছে। বিনামূল্যে চিকিৎসা, ফিজিওথেরাপি সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কনসালটেন্ট ও ফিজিওথেরাপিষ্ট মো নাসিম হোসেন এই পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প গুলো পরিচালনা করছেন।
প্রকল্পটির সিবিআর অফিসার শিমু খাতুন জানান গ্রামীন জন গোষ্ঠীর মানুষ গুলোর প্রতিবন্ধীতার ধরণ সঠিকভাবে চিহ্নিত করতে না পারায়। চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও ফলপ্রসূ হয় না। অনেক ক্ষেত্রে অভিভাবকদের অজ্ঞতার কারণে শিশুরা যথাসময়ে সঠিক চিকিৎসা পায় না। তাই প্রাথমিক পর্যায় থেকেই অভিভাবকদের সচেতন করতে প্রকল্পটির মাধ্যমে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে প্রতিবন্ধকতা দূর করতে চেষ্টা করা হচ্ছে। চলমান এই পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পে সার্বিক তত্বাবধান করছেন প্রকল্পটির ফোকাল পার্সন ও দীপশিখার আঞ্চলিক ব্যবস্থাপক ধনঞ্জয় দেব নাথ, কো অরডিনেটর সহ সিবিআর অফিসার শিমু খাতুন,মো ওয়াসিম আলী সংশ্লিষ্ট অনেকে।

Leave a Reply