শিরোনাম
ঠাকুরগাঁও নাগরিক উন্নয়ন ফোরাম”র সাধারণ সম্পাদক শরিফুল করিম রুবেল কুমিল্লায় নমিনেশনের দাবিতে ভাড়াটে নারীদের বিক্ষোভে অংশগ্রহণে টাকা কম দেওয়ার অভিযোগ মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ রাণীশংকৈলে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ের ঢোলারহাটে পারিবারিক দ্বন্দ্বে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের আত্মহত্যা – ঘটনার নেপথ্যে বাইক খুনীকে গ্রেফতারের দাবীতে হত্যাকারীও করে মানববন্ধন, অংশ নেয় দাফন ও জানাযায় রংপুরে রিতি আক্তার লাবণ্য প্রতাক সিন্ডিকেটের ফাঁদে মাসুদসহ অসংখ্য যুবক, কোন ভূমিকা নেই পুলিশের! রাজশাহীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন ১১ ডক্টরস

কুমিল্লায় নমিনেশনের দাবিতে ভাড়াটে নারীদের বিক্ষোভে অংশগ্রহণে টাকা কম দেওয়ার অভিযোগ

Juyel Khandokar

নিজস্ব প্রতিবেদক :- কুমিল্লা ৬ আসনে মনিরুল হক চৌধুরীকে নমিনেশন দেওয়ার পর থেকেই কুমিল্লায় বিএনপির একাংশ সারা শহরে মশাল মিছিল সহ বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন। সারা দেশে অধিকাংশ আসনেই এমন কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়েছেন নমিনেশন না পাওয়া বিএনপির নেতা কর্মীরা। এরই ধারাবাহিকতায় কুমিল্লাতে নমিনেশন দেওয়ার পর থেকে পদুয়ার বাজার বিশ্বরোড সহ শহরের বিভিন্ন প্রাণ কেন্দ্রকে অচলে পরিণত করছেন মশাল মিছিল সহ বিভিন্ন বিক্ষোভ সমাবেশের মাধ্যমে। ইতোমধ্যেই চট্টগ্রামে একজন গুলিবৃদ্ধ হয়ে নিহত হয়েছেন ও প্রার্থীসহ আহত হয়েছেন দু”জন।

নমিনেশন না পাওয়া এমপি পদপ্রার্থী হাজী মোহাম্মদ আমিনুল রশীদ ইয়াসিনকে নমিনেশন পাওয়ানোর জন্য আজ কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় নারীদের এক বিক্ষোভ কর্মসূচিতে ভাড়ায় আনা নারীরা টাকা কম দেওয়াতে ক্ষোভ প্রকাশ করেন। কুমিল্লা নগরী চাঁনপুর বউ বাজার এলাকা থেকে আসা কিছু নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যদেরকে ২০০ টাকা করে দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে ১০০ টাকা করে। কারণ হিসেবে জানান, দূর থেকে আসা নারীদেরকে ২০০ টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু দূরের ও কাছের সকলকেই রিকশায় করে আনা হয়েছে, তবে কেন টাকা কম বেশি হবে বলে বিস্ফোরণ মন্তব্য করেন ভাড়ায় আসা নারীরা।

নমিনেশন না পেয়ে বিএনপির নমিনেশন প্রার্থীরা সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলসহ বিভিন্ন স্থানে হামলার, হত্যার বিষয় রাষ্ট্রের জনগণের মাঝে বিভ্রান্ত ছড়িয়ে পরছেন বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের এমনটা কর্মকাণ্ড কামনা করেন না কেউ। এতে করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে নিজেদের, নিজেদের মাঝেই। এতে করে অন্য দলেরা সুযোগ নেবেন বলেও মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply