শিরোনাম
ঠাকুরগাঁওয়ের স্বপ্ন জগত পার্ক নিয়ে সাংবাদিকের পেজে অপপ্রচারের প্রতিবাদ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত রংপুর কমিউনিটি হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা রংপুর হার্টের রিং পড়ানোর পর রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম তিস্তা ব্যারেজ থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা স্বৈরাচার আওয়ামিলীগের এমপি বাহারের সাথে শান্তি মিছিলে এড. তাইফুর আলম ঠাকুরগাঁও নাগরিক উন্নয়ন ফোরাম”র সাধারণ সম্পাদক শরিফুল করিম রুবেল কুমিল্লায় নমিনেশনের দাবিতে ভাড়াটে নারীদের বিক্ষোভে অংশগ্রহণে টাকা কম দেওয়ার অভিযোগ মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ

রংপুর কমিউনিটি হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা

Juyel Khandokar

শিল্পী আক্তার রংপুর ব্যুরো :- রংপুর কমিউনিটি ডক্টরস হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের নামে মোকসেদ আলী বয়স ৫০ তিনি নীলফামারীর ডোমারস্ত উপজেলার বামুনিয়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য।

পরিবারের অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও দালাল চক্রের প্রতারণায় মোকসেদ আলীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, হার্টের সমস্যায় আক্রান্ত হলে বুধবার রাতে মোকসেদ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসক মোঃ আবু জাহিদ বসুনিয়া তার এনজিওগ্রাম করেন। এ সময় রোগীর অবস্থা আশঙ্কা জনক হলে, তার অবসরপ্রাপ্ত ছেলেকে ভুল বুঝিয়ে একটি বন্ডে স্বাক্ষর করিয়ে দূরত্ব রিং বসানোর সিদ্ধান্ত নেন চিকিৎসক। অপারেশন চলাকালীন অবস্থায় মোকসেদ আলী মারা যান বলে পরিবারের দাবি। স্বজনদের অভিযোগ, রোগী মৃত্যুর পরও হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ আইসিইউতে জীবিত হিসাবে প্রদর্শনের চেষ্টা করে। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে স্বজনেরা জোরপূর্বক আইসিও এতে প্রবেশ করলে মোকসেদকে মৃত্যু অবস্থায় দেখতে পান।

মুহূর্তেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইফের সম্প্রচার করা হলে হাসপাতালের কর্মচারী ও তাদের সহযোগীরা সজল ও উপস্থিতিদের উপর হামলা চালায় বলে অভিযোগ, এতে কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী সহ অনেকে আহত হন। নিহতের ছেলে শাফিউল ইসলাম বলেন, অপারেশন রুমে শুধু বাবার ‘আ আ’শব্দ শোনা যায়। পরে যখন আইসিওতে নেওয়া হয়েছে বাবা কোনো নড়াচড়া করেননি। তখনই বুঝতে পেরেছিলাম যে বাবা আর নেই, বাবা মারা গেছেন। কিন্তু হাসপাতাল তা গোপন করে। নিহতের শ্যালক হুমায়ুন কবির বলেন, আইসিওতে ঢুকে দেখি আমার দুলাভাই অনেক আগেই মারা গেছে। আমি ফেসবুকে লাইফে গেলে হাসপাতালে পেটনা বাহিনী আমার উপর চড়াও হয়, এ ঘটনার পর রাগ নয়, তার দিকে এলাকাবাসী হাসপাতালে এসে ঘেরাও করে দোষীদের শাস্তি দাবি করেন।

স্থানীয়রা বলেন, হাসপাতালের সঙ্গে যুক্ত একটি দালাল চক্র প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে অপারেশনের ব্যবস্থা করেছিলেন। হাসপাতালের পরিচালক মেরাজ মহসিন অভিযোগ অস্বীকার করে বলেন,’এ ঘটনায় হাসপাতালে কর্তৃপক্ষ কোনোভাবেই জড়িত নয়, রোগী নিজেই পরামর্শ নিয়ে ভর্তি হয়েছিলেন। আমরা কেবল অপারেশন থিয়েটার ও যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি দিয়েছিলাম। রোগীর অবস্থা খারাপ হলে আইসিওতে নেওয়া হয় এবং রোগী সেখানেই মারা যান। পরে স্বজনেরা জোর করে প্রবেশ করে ফেসবুক লাইভে যান। ঘটনার পর রাতে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ সম্মেলন করে, জানিয়ে নেটিজেন দের মধ্য ক্ষোভ দেখা দেয়। এলাকাবাসী ও স্বজনেরা দ্রুত ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট শ্রীকৃষ্ণ ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply