শিরোনাম
স্ত্রীর সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে নববিবাহিত স্বামী আসিফের মৃত্যু নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে রংপুরে জামাতের বিক্ষোভ অনলাইনে প্রেমের সম্পর্কে জড়িয়ে ঠাকুরগাঁওয়ে এক তরুণীকে ভারতে পাচার মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা করার অভিযোগে কুমিল্লায় ৩ জন আটক বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু ‘ভাবতে পারিনি আমি কখনো নির্বাচন করতে পারবো’ রাজধানীতে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান ভোট দিয়ে জনগণ প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে: আমীর খসরু ভোলায় সার কারখানা স্থাপনের স্থান পরিদর্শনে ৩ উপদেষ্টা সূচনা মেমোরিয়াল ট্রাস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

Juyel Khandokar

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপুর-৩ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) জুমআর নামাজের পর জেলা শহরে অবস্থিত কবরস্থানে বেগম খালেদা জিয়ার বাবা-মা ও বড়বোন সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হকের কবর জিয়ারতের পরপরই নির্বাচনী প্রচারণা শুরু হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি মোফাজ্জাল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এবং জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দিনাজপুর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে নেতাকর্মীরা ভোটারদের কাছে ধানে শীষে ভোট চান ও লিফলেট বিতরণ করেন।

গতকাল বৃহস্পতিবার দলীয় বৈঠকের মাধ্যমে আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার এই আসনে নির্বাচনী প্রচারে নামার বিষয়টি জানানো হয়। দিনাজপুরের ৬টি আসনের মধ্যে উল্লেখযোগ্য সদর-৩ আসন থেকে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো নির্বাচন করছেন। এর আগে এই আসনে তার বড়বোন খুরশিদ জাহান হক পরপর দুইবার নির্বাচন করে জয় লাভ করেন।

Leave a Reply