শিরোনাম
রাণীশংকৈলে এমকেপির আয়োজনে উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত  গাজীপুর-৬ আসন-একাধিক মামলার আসামি ও ওয়ারেন্ট ভুক্ত আসামির ছেলে এমপি পদপ্রার্থী! পঞ্চগড়ে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ কুমিল্লায় এমপি বাহার ও মেয়র সূচির ২৯ কর্মী সহ ৪৪ জন গ্রেফতার  ঠাকুরগাঁওয়ের সাতটি থানায় আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের নামে চলছে তুঘলকি কান্ড, টাকা যার আইন তাঁর! দেবিদ্বারে একাধিক হত্যা মামলার আসামিদের প্রকাশ্যে বিচরণে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের হিরো আলম গ্রেফতার স্ত্রীর সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে নববিবাহিত স্বামী আসিফের মৃত্যু নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে রংপুরে জামাতের বিক্ষোভ অনলাইনে প্রেমের সম্পর্কে জড়িয়ে ঠাকুরগাঁওয়ে এক তরুণীকে ভারতে পাচার

পঞ্চগড়ে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

Juyel Khandokar

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :- পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় প্রতিপক্ষ তাসের মন্ডলহাট ক্রিকেট দলকে পরাজিত করে মাঝগ্রাম ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গতকাল শনিবার রাতে মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে ক্রেস্ট, ট্রফি, নগদ অর্থ পুরস্কার ও মেডেল বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিশু বাবু, সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মহব্বত, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকোর স্মরণে এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় যুবক ও ক্রীড়াপ্রেমীদের উদ্দেশ্যে আয়োজকরা বলেন, তরুণদের মাঝে খেলাধুলার চর্চা বাড়ানো ও মাদকের কুফল থেকে দূরে রাখতেই এই উদ্যোগ। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে তারা ভবিষ্যতেও খেলা আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply