শিরোনাম
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা: জি এম কাদের সাংবাদিকের মামলার বাধা প্রদানে আদালতে নালিশি অভিযোগ দায়ের-তদন্তের আদেশ প্রদান আদালতের কুমিল্লায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত সংসদ নির্বাচন অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি দেবিদ্বারের এনসিপির পথসভা প্রস্তুতিতে হামলার অভিযোগ, আহত একাধিক গোলাম সারোয়ার মুকুল ভূঁইয়া সৎ ও জনদরদী হওয়াটাই কি আজ সবচেয়ে বড় অপরাধ? তারেক জিয়াকে বরণ করতে রংপুর প্রস্তুত শেরপুরে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত চায় বিএনপি: মাহদী আমিন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যের ডাক কলম্বিয়ার প্রেসিডেন্টের

পঞ্চগড়ে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

Chif Editor

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :- পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় প্রতিপক্ষ তাসের মন্ডলহাট ক্রিকেট দলকে পরাজিত করে মাঝগ্রাম ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গতকাল শনিবার রাতে মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে ক্রেস্ট, ট্রফি, নগদ অর্থ পুরস্কার ও মেডেল বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিশু বাবু, সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মহব্বত, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকোর স্মরণে এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় যুবক ও ক্রীড়াপ্রেমীদের উদ্দেশ্যে আয়োজকরা বলেন, তরুণদের মাঝে খেলাধুলার চর্চা বাড়ানো ও মাদকের কুফল থেকে দূরে রাখতেই এই উদ্যোগ। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে তারা ভবিষ্যতেও খেলা আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply