শিরোনাম
তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিব হত্যা মামলায় ছাত্রদল নেতা রিফাত গ্রেপ্তার প্রাইম ব্যাংকের টঙ্গী শাখা থেকে গ্রাহকের ৬ লাখ টাকা উধাও! হাদিকে গুলি করা দুজনকে ‘শনাক্তের’ দাবি দ্য ডিসেন্টের শরীফ উসমান হাদীর উপর হামলার প্রতিবাদে বালিয়াডাংগীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গুলিবিদ্ধ হাদি, তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক ঢাবি ছাত্রদলের হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার হাদিকে গুলি— নির্বাচনী পরিবেশ বানচাল করার নীলনকশা: বিএনপি ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন হাদির গুলিবিদ্ধের খবর শুনে হাসপাতালে মির্জা আব্বাস গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই: মির্জা ফখরুল

বিদায়ী ক্যাবিনেট সভা শেষে যা বললেন আসিফ মাহমুদ

Chif Editor

অনলাইন ডেস্ক :-  সরকার থেকে পদত্যাগের পর বিদায়ী ক্যাবিনেট সভায় অংশ নিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার বৈঠক শেষে বের হয়ে নিজের ফেসবুক আইডিতে একটি অনুভূতিমূলক স্ট্যাটাস দেন সদ্য সাবেক এই উপদেষ্টা।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, গত ১৬ মাসে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন এবং নিজের সক্ষমতার সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, “বাঁধা, হুমকি, রক্তচক্ষুকে উপেক্ষা করে অবিচলভাবে কাজ করার চেষ্টা করেছি।”

আসিফ মাহমুদ জানান, জুলাইয়ের গণ–অভ্যুত্থানের স্পিরিট ধরে রেখে কাজ করার চেষ্টা করেছেন। অনেক উদ্যোগ ও কাজের প্রশংসা যেমন হয়েছে, তেমনি সমালোচনাও এসেছে। তিনি উল্লেখ করেন, জনসমক্ষে যা দেখা গেছে তা কেবল শেষ ফলাফল—কিন্তু পর্দার আড়ালের বাস্তবায়ন প্রক্রিয়া ছিল কঠিন ও কষ্টসাধ্য।

তিনি আরও লেখেন, নীতির প্রতি অনুগত থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি ও গোষ্ঠীর বিরাগভাজন হয়েছেন। এর ফলে বিভিন্নভাবে প্রতিশোধ ও রোষানলে পড়তে হয়েছে—এবং ভবিষ্যতেও এমন হতে পারে বলে আশঙ্কা করেন।

তবে জনগণের ভালোবাসা ও সমর্থন তাঁকে শক্তি জুগিয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “এসব আর আমাকে ভয় দেখাতে পারে না। আমার শক্তি আমার জনগণ।”

Leave a Reply