শিরোনাম
এক হাদির রক্তের ওপর লাখো হাদি দাঁড়িয়ে যাবে: হেফাজতে ইসলাম সবাই হাদি হতে পারে না, আমি চেষ্টা করেও পারিনি: মাহমুদুর রহমান রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ হাদিকে গুলি: ফেনী সীমান্তে বিজিবির তল্লাশি ও টহল জোরদার আমার নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব দানে ইউ এন ( UN) ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ জন বাংলাদেশি সেনা নিহত, জানায় আই এস পি আর শহর থেকে গ্রামের বাড়ি গেলেন বেড়াতে, রাতে গলা কেটে হত্যা বাবা মির্জা ফখরুলের জন্য ভোটের মাঠে উঠান বৈঠকে ফখরুল কণ্যা মির্জা সাফারুহ তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম নতুন গতি পাবে : আমীর খসরু

মাকে মারধর করায় ছেলেকে মাটিতে পুঁতে রাখল এলাকাবাসী

Chif Editor

অনলাইন ডেস্ক :- গাজীপুরের শ্রীপুরে মাকে মারধর করার অভিযোগে মাদকাসক্ত এক যুবককে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শাস্তি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক খলিল (৩২) একই গ্রামের নুর উদ্দিনের ছেলে।

অভিযুক্ত যুবকের স্বজন, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, খলিল আগে মুদির ব্যবসা করতেন, যা বন্ধ হয়ে গেলে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। হতাশাগ্রস্ত হয়ে তিনি নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাড়িতে উৎপাত করতেন। শনিবার সকালে খলিল তার মা খোদেজা বেগমের কাছে দুই হাজার টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকার করলে খলিল ক্ষিপ্ত হয়ে মাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন, যাতে মা আহত হন।

এই ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। স্থানীয়রা প্রথমে খলিলকে বাড়ির পাশে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর স্থানীয়রা ছাতিরবাজার-টেপিরবাড়ি সড়কের পাশে মাটি খুঁড়ে খলিলকে কোমর পর্যন্ত পুঁতে রাখেন। শাস্তি দেওয়ার কারণ জানাতে ঘটনাস্থলের পাশে একটি লেখাও রাখা হয়।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার গ্রাম্য সালিশ ও মুচলেকা দেওয়া সত্ত্বেও খলিলের আচরণে কোনো পরিবর্তন আসেনি। এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ক্ষুব্ধ এলাকাবাসী তার বিচার দাবি করেছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ এ বিষয়ে বলেন, “বিষয়টি জেনেছি। কাউকে মাটিতে পুঁতে শাস্তি দেওয়া আইনসম্মত নয়। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

 

Leave a Reply