শিরোনাম
কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর পক্ষে  মনোনয়নপত্র সংগ্রহ করেছেন : উদবাতুল বারী আবু সন্ত্রাসীদের পক্ষে থাকা আইনজীবীদের মুখোশ উন্মোচনের আহ্বান সাদিক কায়েমের হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: মির্জা ফখরুল ওসমান হাদিকে হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবি রিমান্ডে হাদির ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ শুরু ওসমান হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় রনি নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আর দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ ইসলাম সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ওসমান হাদি হাদির ওপর হামলা: সাদিক কায়েমের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম নির্বাচনকে সামনে রেখে দেশে অনুকূল পরিবেশ বিরাজ করছে: অর্থ উপদেষ্টা

ওসমান হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় রনি

Chif Editor

অনলাইন ডেস্ক :- জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার পর তার নির্বাচনী প্রচারণায় ছেদ পড়েছিল। তবে এবার তার পাশে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি।

ওসমান হাদি দীর্ঘদিন ধরে ভোরে ফজরের নামাজের পর মসজিদের সামনে থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। কিন্তু গত ১২ ডিসেম্বরের সন্ত্রাসী হামলায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

রোববার (১৪ ডিসেম্বর) মহিউদ্দিন রনি ঘোষণা দেন যে তিনি হাদির পক্ষে ভোট চাইবেন। সেই অনুযায়ী, আজ সকালে তিনি বায়তুল মোকাররম মসজিদ থেকে প্রচারণা শুরু করেন। তিনি ভোটারদের কাছে ওসমান হাদির জন্য ভোট চাওয়ার পাশাপাশি তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

মহিউদ্দিন রনি বিষয়টি ফেসবুকে জানিয়ে লেখেন, “ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনায় হাদি ভাইয়ের জন্য ভোটারযোগ ও তার সুস্থতার জন্য দোয়া চাইতে গেলাম।” তিনি বলেন, বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাদির জন্য দোয়া করছে। মানুষের এমন শুভকামনা দেখে রনি বিশ্বাস করতে শুরু করেছেন যে, ওসমান হাদি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।

এদিকে, গুরুতর আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সেখানে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তার চিকিৎসা চলবে বলে জানা গেছে।

Leave a Reply