শিরোনাম
কুমিল্লা ইপিজেড সরকারী জায়গা অবৈধ দোকানগুলো উচ্ছেদের দাবি এলাকাবাসীর কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি! কুমিল্লা চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ কর্ণেল আকবরের পুত্র সায়মন যে বার্তা দিলেন হাজী ইয়াসিনকে ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট দেয়া নিশ্চিত করার জন্য অথোরটি চাইলেন : আইজিপি আওয়ামী মহিলা চেয়ারম্যান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- স্বামী ও স্ত্রীকে রক্ষার ঠিকাদারি নিয়েছেন মেম্বার, চেয়ারম্যানসহ সাংবাদিক চট্রগ্রাম ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত-১ আহত-১ কুমিল্লার এক ব্যবসায়ী উদ্যোক্তা গোলাম জিলানী টিটু – দেশ নিয়ে যা জানালেন তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ ইরানে ‘রেড অ্যালার্ট’ জারি!

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৬৪৫টি আপিল

Chif Editor

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে তা চলে ৯ জানুয়ারি পর্যন্ত।

আপিল গ্রহণের শেষ দিন শুক্রবারে ১৭৬টি আপিল আবেদন জমা হয়। যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। বিকেল ৫টা পর্যন্ত আপিল দায়েরের সময় থাকলেও শেষ দিনে সন্ধ্যা ৬টায় লাইনে অপেক্ষারত প্রার্থীদের দেখা গেছে আপিল করার জন্য।

আপিলের শুনানি শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে ইসিতে শুরু হবে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।

এর মধ্যে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি। ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, ১২ জানুয়ারি ১৪১-২১০ নম্বর আপিল এবং ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।পরবর্তী আপিল শুনানির তারিখ শিগগিরই জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী, আপিল নিষ্পত্তির পর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে।

তারপর ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

Leave a Reply