শিরোনাম
পিআইবির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠান, বিভাগীয় কমিশনার নির্বাচনে বিশ্বাস ফেরানোই আমাদের মূল লক্ষ্য মব ‘মিষ্টি’ করে জমি দখলের চেষ্টা, পুলিশ-সেনাবাহিনীর হস্তক্ষেপে রক্ষা শ্যামপুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু, চিকিৎসাধীন ২ জন, গ্রেফতার ব্যবসায়ী জয়নুল দেশে ছুটি শেষে মালে ফিরলেন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপে কর্মরত বাংলাদেশী ডাক্তারদের সৌজন্য সাক্ষাৎ বনশ্রীতে স্কুল শিক্ষার্থী হত্যায় সন্দিগ্ধ হোটেল কর্মী গ্রেপ্তার মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন হিরো আলম বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক: নবীউল্লাহ নবী এমপি সৎ হলে ঠিকাদারের চুরি করার সুযোগ নেই: রুমিন ফারহানা জুলাই সনদ হলেই মব জাস্টিস বন্ধ হবে না: আলী রীয়াজ

এমপি সৎ হলে ঠিকাদারের চুরি করার সুযোগ নেই: রুমিন ফারহানা

Chif Editor

অনলাইন ডেস্ক :-  ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এমপি সৎ হলে কোনো ঠিকাদারের পক্ষে উন্নয়নকাজে চুরি করা সম্ভব নয়। তিনি বলেন, ‘এমপি যদি চুরি করেন, ঠিকাদার তো চুরি করবেই। কিন্তু এমপি সৎ হলে কোনো ঠিকাদারের বাপেরও সাধ্য নেই চুরি করার।’

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পানিশ্বরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সরকারি উন্নয়নকাজের অনিয়মের চিত্র তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘এমপি রাখেন ৫০ শতাংশ, তাঁর ঘনিষ্ঠরা রাখেন আরও ২৫ শতাংশ। এখানেই ৭৫ শতাংশ শেষ হয়ে যায়। এরপর ঠিকাদার বাকি ২৫ শতাংশের মাত্র ৫ শতাংশ কাজ করে, বাকিটা নিজের পকেটে ঢোকান। এমপি চুরি করলে ঠিকাদার করবেনই।’

এমপি নির্বাচিত হলে নিজ এলাকার সরকারি হাসপাতালে চিকিৎসা নেবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি হাসপাতালে গিয়ে দেখব—কোন ডাক্তার দায়িত্বে থাকেন না, কেন ওষুধ পাওয়া যায় না।’

নিজের ব্যক্তিগত অবস্থান প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আমার বাবা নেই, ভাই-বোন নেই। আত্মীয়-স্বজন বিদেশে থাকেন। আমি পাস করলেও তাঁরা এসে তদবির করবেন না। আপনারাই আমার পরিবার, আপনারাই আমার আত্মীয়।’

মতবিনিময় সভায় স্থানীয়রা তাঁর হাতে এলাকার প্রয়োজনীয় উন্নয়নকাজের একটি তালিকা তুলে দেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে এমপি নির্বাচিত করেন, আমি এসব উন্নয়নকাজ বাস্তবায়নে কাজ করব। আর যদি তা না পারি, তাহলে আপনাদের কাছে আর আসব না।’

Leave a Reply