
অনলাইন ডেস্ক :- জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, যিনি সবসময়ই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। নিজের ভাবনা বা মত প্রকাশে কখনোই রাখঢাক করেন না তিনি। তাই প্রশংসার পাশাপাশি মাঝেমধ্যেই বিতর্কেও উঠে আসেন এই গায়ক।
অনুষ্ঠানে উপস্থাপক যখন অভিনেত্রী পরীমণিকে নিয়ে প্রশ্ন করেন, তখন বেশ খোলামেলাভাবেই নিজের ভাবনার কথা বলেন আসিফ। তার ভাষায়, ‘পরীমণিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। আমি ওকে একটা প্রশ্ন করতে চাই, তুমি আমাদের মুক্তি দেবে কবে? একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটাও আমাকে বলো।’
তবে সমালোচনার ফাঁকে প্রশংসাও করতে ভোলেননি তিনি। আসিফ জানান, পরীমণির সঙ্গে এ বিষয় নিয়ে আগেও কথা হয়েছে। তিনি বলেন, ‘সে সবসময় হাসিখুশি থাকে, সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়। এটা ওর একটা দারুণ দিক’।
এখানেই শেষ নয়। দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমসকেও প্রশ্ন ছুড়ে দিতে চান আসিফ আকবর। তার কণ্ঠে খানিকটা আক্ষেপ, ‘আপনি এত বড় একজন শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন-সংগ্রামে আপনাকে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কিছু বলেন না। আপনার মুখ থেকে কিছুই বের হয় না!’
স্পষ্টভাষী আসিফ আকবরের এমন মন্তব্য ঘিরে ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা, এবার কার জবাব আসে, সেটাই দেখার অপেক্ষায় সবাই।



