
অনলাইন ডেস্ক :- বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে দায়ের করা আপিল প্রত্যাহার হওয়ায় এ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো আইনগত বাধা রইল না।
রোববার (১৮ জানুয়ারি) আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, একই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আহসানুল তৈয়ব জাকির কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন। পাশাপাশি একটি ব্যাংকও তার বিরুদ্ধে আপিল দায়ের করেছিল। তবে দলের নীতি ও ঐক্যের স্বার্থে আহসানুল তৈয়ব জাকির নির্বাচন কমিশনের সামনে তার করা আপিল প্রত্যাহার করে নেন।
ব্যাংকের করা আপিলের শুনানিতে জানানো হয়, কাজী রফিকুল ইসলামের সঙ্গে ব্যাংকের দেনা–পাওনা সংক্রান্ত বিষয়ে সমঝোতা হয়েছে এবং তিনি প্রয়োজনীয় অর্থ পরিশোধ করেছেন। এ অবস্থায় ব্যাংকও আপিল প্রত্যাহারের আবেদন করে।



