শিরোনাম
বাংলাদেশ নারী ফুটসাল দলের সাফল্যে তারেক রহমানের অভিনন্দন নানাবাড়ি হিসেবে বৃহত্তর নোয়াখালীর সব আসনে জয় চান তারেক রহমান বিএনপি-জামায়াত সংঘর্ষে ভোলায় রণক্ষেত্র সেই সাদ্দামের ঘটনায় বাগেরহাটের ডিসি-এসপিকে ‘ফোনে হুমকি’ প্রতিশ্রুতি রাখতে না পারলে, জনগণের কাছে জবাব দিতে হবে: তারেক রহমান জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান ঘুষ ছাড়া কাজ ক‌রেন না ময়মনসিংহ সদর সার্ভেয়ার হুমায়ুন কবির খান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ ভয় দেখিয়ে যারা ক্ষমতায় আসতে চায়, তাদের পতন হাসিনার চেয়েও ভয়ঙ্কর হবে মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান

বাংলাদেশ নারী ফুটসাল দলের সাফল্যে তারেক রহমানের অভিনন্দন

Chif Editor

অনলাইন ডেস্ক :- সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে শিরোপা জয়ে বাংলাদেশ নারী ফুটসাল দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

ফেসবুক পোস্টে তারেক রহমান জানান, নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মধ্যেই তিনি বাংলাদেশের জন্য একটি অনুপ্রেরণাদায়ক খবর পেয়েছেন। তিনি লিখেছেন, সীমিত সম্পদের মধ্যেও বাংলাদেশ নারী ফুটসাল দলের খেলোয়াড়রা যে ক্রীড়াশৈলী ও প্রতিভার পরিচয় দিয়েছেন, তা প্রমাণ করে—সঠিক সুযোগ ও সহায়তা পেলে তারা আরও বড় মঞ্চে দেশের গর্ব ও সম্ভাবনাকে তুলে ধরতে সক্ষম।

তারেক রহমান আরও উল্লেখ করেন, নারী ফুটসাল দলের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ভবিষ্যতে তাদের আরও বেশি পরিচর্যা, পৃষ্ঠপোষকতা ও ক্ষমতায়নের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।

উল্লেখ্য, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল, যা দেশজুড়ে প্রশংসা ও আনন্দের আবহ সৃষ্টি করেছে।

1

Leave a Reply