শিরোনাম
ঢাকা মহানগর দক্ষিণে স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রচারণা টিম গঠন ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা আটক বিএনপির নারী কর্মীরা জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছে: রিজভী রাত পোহালে টাঙ্গাইল যাচ্ছেন তারেক রহমান বিএনপির ফ্যামিলি ও কৃষক কার্ডের প্রতিশ্রুতি জনগণের সঙ্গে ধোঁকাবাজি: নাসীরুদ্দীন এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা: আসিফ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ মার্কিন হুমকির মুখে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান ১৪ বছর পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট ‘মহান আল্লাহ সুযোগ দিলে যেন দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে পারি’

রাত পোহালে টাঙ্গাইল যাচ্ছেন তারেক রহমান

Chif Editor

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনসভায় যোগ দিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের টাঙ্গাইল ভ্রমণকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) তিনি টাঙ্গাইলে আয়োজিত জনসভায় অংশ নেবেন। এ উপলক্ষে কর্মসূচিকে সফল করতে দলীয়ভাবে জোর প্রস্তুতি চলছে।

দলীয় সূত্র জানায়, এদিন প্রায় পাঁচ লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির নেতারা। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা নানামুখী প্রস্তুতি গ্রহণ করছেন। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, তিনদিনের উত্তরাঞ্চল সফরের শেষ দিনে শনিবার বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

সরেজমিনে দেখা যায়, তারেক রহমানের আগমন উপলক্ষে সমাবেশস্থলে মঞ্চ নির্মাণের কাজ চলছে। বিএনপির নেতৃবৃন্দ নিয়মিতভাবে ঘটনাস্থল পরিদর্শন করছেন। পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারাও সমাবেশস্থল পরিদর্শন করছেন। মহাসড়কের পাশে বিস্তীর্ণ এলাকায় মাঠ ও মঞ্চ সাজানোর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ঈদের মতো আনন্দের উৎসব বইছে। নেতাকর্মীরা তাকে এক নজর দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন।

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হবে।

Leave a Reply